ঘুষের ভিডিও ভাইরাল : এলজিইডি কর্মচারী চাকরিচ্যুত, দুই কর্মকর্তা বরখাস্ত
ঘুষ নেওয়ার অভিযোগে বরগুনা এলজিইডির নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের ফোরম্যান জিয়াউর রহমানকে চাকুরিচ্যুত করা হয়েছে।
তাছাড়া বরখাস্ত করা হয়েছে এলজিইডির সদর উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান এবং এলজিইডির আমতলী উপজেলা প্রকৌশলী কার্যালয়ের হিসাবরক্ষক হুমায়ুন কবিরকে।
রোববার (২৯ আগস্ট) দুপুরে দৈনিক শিক্ষাডটকমকে এ তথ্য নিশ্চিত করে বরগুনা এলজিইডির জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলী হোসেন আলী মীর।
তিনি বলেন, ঘুষ গ্রহণের অভিযুক্ত ওই তিন কর্মকর্তার মধ্যে একজনকে চাকরিচ্যুত এবং দুজনকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলাও করা হয়েছে। এ মামলার রায় অনুযায়ী বরখাস্ত হওয়া কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
গতকাল শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযুক্ত কর্মকর্তাদের ঘুষ নেওয়ার দুটি ভিডিও ভাইরাল হয়। চাকরিচ্যুত এবং বরখাস্ত হওয়া এই তিন কর্মকর্তার ঘুষ গ্রহণের বিষয়টি কয়েকটি গণমাধ্যমে আসে।
কোন মন্তব্য নেই