Header Ads

ad728
  • Breaking News

    শেরপুরে ভুয়া পুলিশ পরিচয়ে হামলা করতে গিয়ে গ্রেফতার-০১


    মোঃ নজরুল ইসলাম জাকিঃ বগুড়া শেরপুরের ভবানীপুর ইউনিয়নের বালেন্দা গ্রামে ভুয়া পুলিশ পরিচয়ে হামলা করতে গিয়ে গ্রেফতার হয়েছেন মোঃ মেহেদী হাসান (৩০) নামের এক যুবক।

    শুক্রবার( ১৭ জুন) উৃপজেলার বালেন্দা গ্রামে সন্ধা ৭ ঘটিকার দিকে শেরপুর টাউন কলোনীর মোঃ আব্দুস সামাদের পুত্র মেহেদী হাসান (৩০) ও তার সাথে আরও দুইজন লোক বালেন্দা গ্রামের মৃত ইব্রাহীম আলীর ছেলে মোঃ বক্কর হোসেনকে ধাওয়া দেয়। পরবর্তীতে বক্কর হোসেন পালিয়ে যেতে থাকলে বালেন্দা গ্রামের জণসাধারণ বুঝতে পারে এরা ভুয়া পুলিশ। তখন গ্রামবাসী তাদেরকে ধাওয়া দেয়। দুইজন পালিয়ে যেতে সক্ষম হলেও মোঃ মেহেদী হাসান (৩০) নামক যুবকটিকে ধরে ফেলে। তারপর শেরপুর থানার পুলিশ কে ফোন দিলে এস আই সাইফ সঙ্গীয় ফোর্স  নিয়ে  আসামীকে উদ্ধার করে। পরবর্তিতে এসআই জাহিদুল ইসলাম আসামীকে মারধর না করার জন্য গ্রামবাসীকে ধন্যবাদ জানান।

    এ ব্যাপারে শেরপুর থানার এস আই জাহিদুল ইসলাম জানান, আসামীকে গ্রেফতার করে থানায় নেওয়া হচ্ছে। তারপর বাকী দুইজনের ব্যাপারে থানায় নিয়ে জিজ্ঞাসা করা হবে।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728