পোরশায় এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
পোরশা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর পোরশা উপজেলার কালাইবাড়ি উচ্চবিদ্যালয়ের এসএসসি-২২ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান ও নবিন শিক্ষার্থীদের বরণ করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত এক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাবিবুর রহমান হাবিব।
প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াজেদ আলী মৃধা।
এ সময় অ্যাকাডেমিক সুপারভাইজার কনক রায়, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি একরামুল হক শাহ্, নিতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম শাহ্, কালাইবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিন,সমাজ সেবক আলহাজ শামসুল আলম সহ অভিভাবকগণ ও শিক্ষার্র্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, বিদ্যালয়টি হতে ৪৫জন পরীক্ষার্থী আসন্ন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন।
কোন মন্তব্য নেই