মেট্রোরেলে চাকরির জন্য আবেদন করবেন যেভাবে
আবেদনের প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীকে www.dmtcl.gov.bd, www.rthd.gov.bd অথবা www.bangladesh.gov.bd এই ঠিকানা থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। এরপর নির্দিষ্ট তথ্য পূরণ করে পাঠাতে হবে ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, প্রবাসী কল্যাণ ভবন, লেভেল ১৪, ৭১-৭২ পুরানা এলিফ্যান্ট রোড, ইস্কাটন গার্ডেন, ঢাকা-১০০০ এই ঠিকানায়।
আবেদন পত্রের সঙ্গে নিম্নলিখিত কাগতপত্র প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে সংযুক্ত করতে হবে।
১. সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের তিন কপি রঙিন ছবি
২. জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
৩. সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি।
এছাড়াও নিম্নলিখিত মূল কপি সংযুক্ত করতে হবে।
১. প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা প্রদত্ত চারিত্রিক সনদপত্র
২. প্রার্থীর নিজ এলাকার স্থানীয় পরিষদ প্রধান কর্তৃক প্রদত্ত স্থায়ী ঠিকানার সনদপত্র।
পরীক্ষার ফি
পরীক্ষার ফি বাবদ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের অনুকূলে ৫০০ টাকার পে-অর্ডার/ ব্যাংক ড্রাফট করতে হবে সোনালী ব্যাংকের যেকোনো শাখায়। এরপর পে-অর্ডার/ ব্যাংক ড্রাফটের মূল কপি আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।
আবেদনের বিস্তারিত
খামের ওপর বাম দিকে গ্রুপের নাম, পোস্ট আইডেন্টিফিকেশন নম্বর ও নিয়োগ বিজ্ঞপ্তির নম্বর উল্লেখ করতে হবে। হাতে হাতে কোনো দরখাস্ত দাখিল করা যাবে না। প্রার্থীকে নিজের বর্তমান ঠিকানা স্পষ্টভাবে ৯/৪ ইঞ্চি সাইজের খামের ওপর লিখে বা টাইপ করে তাতে ১০ টাকা মূল্যমানের অব্যবহৃত ডাকটিকিট লাগিয়ে আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।
আবেদনের শেষ তারিখ
৩১ আগস্ট, ২০২১।
সূত্র : www.dmtcl.gov.bd
 

 
.gif) 
 
.png) 
.png) 
.png) 
 
 
.png) 
.png) 
 
.png) 
.png) 
কোন মন্তব্য নেই