Header Ads

ad728
  • Breaking News

    সিরাজগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলাৎকার, শিক্ষক গ্রেফতার


    ডেস্ক রিপোর্টঃ

    সিরাজগঞ্জের শাহজাদপুরে এক মাদ্রাসা ছাত্রকে জোরপূর্বক বলাৎকারের ঘটনায় শিক্ষক আরিফুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে তার বিরুদ্ধে নির্যাতিত শিশুর বাবা আদালতে মামলা দায়ের করেছিল।

    মামলার এজাহার ও ভিকটিমের পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার পোতাজিয়া ইউনিয়নে অবস্থিত আলোকদিয়ার সুবহানিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসার ২য় শ্রেণির ছাত্র ২১ আগস্ট মাদ্রাসা থেকে বাড়িতে চলে যায়। ২৩ তারিখ সকালে তার মা তাকে মাদ্রাসায় যেতে বললে শিশুটি তার মাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। তখন মাদ্রাসায় যেতে অস্বীকৃতি জানায়। কারণ জানতে চাইলে মায়ের কাছে বলে, মাদ্রাসার সহকারী শিক্ষক আরিফুল ইসলাম গত ১৬ আগস্ট তাকে বাথরুমে নিয়ে জোরপূর্বক বলাৎকার করেছে।
    এ ঘটনা জানাজানি হলে, এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। পরে শিশুটির বাবা বাদি হয়ে আরিফুল ইসলামকে আসামি করে সোমবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে শাহজাদপুর থানায় মামলা দায়ের করে।
    থানা পুলিশ সোমবার রাতে আসামি আরিফুল ইসলামকে মাদ্রাসা থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। পরে তাকে মঙ্গলবার সকালে সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
    এ ঘটনায় অভিযুক্ত মাদ্রাসা শিক্ষকের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেছে এলাকাবাসী।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728