সিরাজগঞ্জের কাজিপুরে গলায় ফাঁস দিয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
ডেস্ক রিপোর্টঃ সিরাজগঞ্জের কাজিপুরে স্বপন মিয়া (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে মৃত্যু বরণ করেছে। নিহত স্বপন মিয়া উপজেলার ছালাভরা গ্রামের মফজ্জল হোসেনের পুত্র। শিমুলদাইড় বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এবছর এসএসসি পরীক্ষা দেবার কথা ছিল তার।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (২৫ আগস্ট) রাত আটটা থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পশ্চিম পাশে বাঁশ ঝাড়ে অবস্থিত প্রিত্থিরাজ গাছে ঝুলন্ত মরদেহ দেখতে পান স্বজনরা। পরে পুলিশে খবর দিলে বৃহস্পতিবার সকালে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান তারা।
নিহতের মা বুলবুলি খাতুন জানান, তার ছেলের মানসিক সমস্যা ছিল। ঘুমের মাঝে চমকে উঠতো এবং মুখ দিয়ে প্রচুর লালা ফেলতো। ইতঃপূর্বে বিভিন্ন ডাক্তারও দেখানো হয়েছে।
কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চনন্দ সরকার জানান, ওই মৃত্যু সন্দেহজনক হওয়ায় উদ্ধারকৃত মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
কোন মন্তব্য নেই