Header Ads

ad728
  • Breaking News

    পঞ্চগড়ে দেবীগঞ্জে দম্পতিকে একঘরে রাখার মামলায় গ্রেফতার ২


    পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার সুন্দরদিঘী ইউনিয়নের ছলিমনগর গ্রামে দম্পতিকে একঘরে করে রাখার ঘটনায় দায়ের করা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ আগস্ট) গ্রেফতারদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

    গ্রেফতাররা হলেন- দেবীগঞ্জ উপজেলার সুন্দরদিঘী ইউনিয়নের ছলিমনগর গ্রামের ছমির আলীর ছেলে মো. সহিদ আলী ও আমির চাঁন।

    দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল হোসেন জানান, মঙ্গলবার ভোরে দেবীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাদের দুইজনকে গ্রেফতার করেন। পরে দেবীগঞ্জ আমলি আদালতে তাদের হাজির করা হয়। বিচারক এম এম মাহবুব ইসলাম তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

    উল্লেখ্য, গত ২২ আগস্ট দেবীগঞ্জ আমলি আদালতের বিচারক এম এম মাহবুব ইসলাম ওই দম্পতিকে একঘরে করে রাখার ঘটনায় সমাজপতি মো. শাহজাহান আলী, মুফতি মো. আনোয়ার হোসেন, মো. নাসির উদ্দীন, মো. আমির চাঁন, মো. শহীদ, মো. ছোরমান আলী, মো. জুলহক, মো. মোস্তফা ও মো. রাসেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

    এর আগে, ১১ আগস্ট পঞ্চগড়ের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান স্বপ্রণোদিত হয়ে বিষয়টি আমলে নিয়ে দেবীগঞ্জ থানার ওসিকে বিষয়টি তদন্তের নির্দেশ দেন এবং ২২ আগস্টের মধ্যে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেন। আদালতের নির্দেশনা অনুযায়ী দেবীগঞ্জ থানার ওসি মো. জামাল হোসেন গত ২২ আগস্ট আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।


    নিউজ ডেস্ক /

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728