Header Ads

ad728
  • Breaking News

    কালিয়াহরিপুর ইউনিয়নে বিড়ি শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত



    বিড়ি শ্রমিক ইউনিয়ন আয়োজিত ত্রি বার্ষিকী সম্মেলন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সিরাজগঞ্জ সদর উপজেলার ৯ নং কালিয়াহরিপুর ইউনিয়নে ১নং ওয়ার্ড অন্তর্গত কালিয়া কান্দাপাড়া দুস্থ হাসপাতালে ও বনবাড়িয়া পাইকপাড়া উচ্চ বিদ্যালয় এই দুটি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিড়ি শ্রমিক ইউনিয়নের ভোট গ্রহণ অনুষ্ঠিত সুষ্ঠ ভাবে হয়েছে। 

    নির্বাচনে সভাপতি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২ জন ও সাধারণ সম্পাদক হিসেবে ২ জন বাকী মোট ১৩ সদস্য কমিটির প্রার্থীরা এই ভোট গ্রহণে অংশগ্রহণ করেন।সকাল থেকে বিকাল পর্যন্ত উৎসব মুখর এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বিড়ি শ্রমিকদের মোট ভোট সংখ্যা নারী এবং পুরুষ মিলে ১০৫৯। 

    নির্বাচন সদস্য সচিব মো. সাইফুল ইসলাম জানান ভোট গ্রহণ সুন্দর ও সুস্থ ভাবে  ভোটাররা তার মনোনীত প্রার্থীদের ভোট দিতে পেরেছে।  

    নির্বাচন কমিশনার মোহাম্মদ আকবর আলী জানান, সুন্দর সুষ্ঠু ও সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে ভোটাররা তাদের নিজ নিজ অবস্থান থেকে ভোট দিতে পেরেছেন। 

    এ সময় উপস্থিত ছিলেন, শ্রম অধিদপ্তরের শ্রম কল্যাণ সংগঠক ও নির্বাচন পর্যবেক্ষক মো. এখলাছুর রহমান সহ আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। ভোট গ্রহণ গননা শেষে নির্বাচন কমিশনার সভাপতি হিসেবে মো.আব্দুর রাজ্জাক বড় গেদা ও সাধারণ সম্পাদক বাদশা তালুকদার কে ঘোষণা করা হয়।


    নিউজ ডেস্ক //

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728