Header Ads

ad728
  • Breaking News

    সিরাজগঞ্জে এক্সপ্রেস ট্রেন চালু হবে ২৫ সেপ্টেম্বরের মধ্যে; রেলমন্ত্রী


    রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, সিরাজগঞ্জ-ঢাকা রুটে আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যেই ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ নামের ট্রেনটি পুনরায় চালু করা হবে।

    বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে সিরাজগঞ্জ জেলায় বন্ধ হয়ে যাওয়া রেল যোগাযোগ পুনরায় চালুকরণ বিষয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রেলপথ মন্ত্রী এ ঘোষণা দেন।

    তিনি বলেন, সিরাজগঞ্জ শহর হয়ে বগুড়া পর্যন্ত রেল সংযোগ প্রকল্পটি আমরা অনেক দূর এগিয়েছি। তবে রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন নিয়ে ভারতের সাথে আমাদের একটি চুক্তি হয়েছে। ওই চুক্তি বাস্তবায়ন কমিটি প্রকল্পটি দেখে সিদ্ধান্ত দিলে এ প্রকল্প শুরু হবে।

    তিনি বলেন, সিরাজগঞ্জে আইসিটি টার্মিনাল নির্মাণ করা হচ্ছে যার মাধ্যমে ভারতের সাথে রেলপথে পণ্য আমদানি-রফতানি করা হবে। সিরাজগঞ্জবাসীর অন্যান্য দাবিগুলো পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দেন তিনি।

    রেল মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরে মন্ত্রী বলেন, রেলের উন্নয়নে সরকার সারাদেশে রেল যোগযোগ ব্যবস্থা ছড়িয়ে দিতে কাজ করছে। বঙ্গবন্ধু রেলসেতু নির্মাণ কাজ চলছে। পদ্মা সেতুতেও রেল সংযোগ দেওয়া হচ্ছে। দেশের প্রত্যেকটা জেলায় রেলসংযোগ ব্যবস্থা চালুর জন্য সরকার কাজ করছে।

    সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, রেলপথ মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. কে এম হোসেন আলী হাসান, চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য্য, আওয়ামী লীগ নেতা এ্যাড. বিমল কুমার দাশ, পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, কামারখন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুল্লাহ সবুজ প্রমুখ।

    এসময় জেলা প্রশাসনের কর্মকর্তা ও জেলা আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।


    নিজস্ব প্রতিবেদক //

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728