Header Ads

ad728
  • Breaking News

    হবিগঞ্জে বাবা-মায়ের সঙ্গে অভিমান করে ৫ম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা



    হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বাবা-মায়ের সঙ্গে অভিমান করে  সজীব মিয়া (১০) নামে এক শিশু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। স্থানীয় বাঘাসুরা আলিয়া মাদ্রাসার ৫ম শ্রেনীর ছাত্র ছিলো সে।

    সোমবার সকাল ৯টার দিকে উপজেলার ১১নং বাঘাসুরা ইউনিয়নের পুরাইকলা গ্রামে এ ঘটনা ঘটে। সজীব ওই গ্রামের মুন্সিবাড়ির বাসিন্দা জমসু মিয়ার ছেলে। 

    স্থানীয় সূত্রে জানা গেছে, মাদ্রাসায় না গিয়ে টিভিতে ভারতের স্টার জলসার সিরিয়িাল দেখতে বসে সজীব। এতে মা-বাবা শাসন করে সজীবকে। আর এই শাসনই কাল হয়ে দাড়ায় সজীবের জীবনে। মা-বাবার উপর অভিমান করে পরিবারের সদস্যদের অগোচরে নিজ ঘরে গিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্য করে সজীব। পরে অনেক খৃজাখুজির পর হঠাৎ ঘরের তিরে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ  ঘটনাস্থলে পৌঁছে সজীবের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

    মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে।


    অপু আহমেদ রওশন ,হবিগঞ্জ প্রতিনিধি //

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728