রাজধানীতে বিদেশি মদ ও বিয়ার ক্যানসহ ৭ মাদক কারবারি আটক
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে এক হাজার ৬৮০ ক্যান বিয়ার ও ১৬ বোতল বিদেশি মদসহ মোট সাত চিহ্নিত মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আটকরা হলেন মো. বিপ্লব শেখ (৩০) মো. রাজীব শেখ (২৫), মো. সরোয়ার রহমান (৪৫), মো. আনোয়ার হোসেন (৬০), মো. সালাউদ্দিন সেলিম (৬১), মো. আহসানুজ্জামান (৪৮) ও মো. আহাদুজ্জামান মিরাজ (২৮)।
শুক্রবার র্যাব-৪ এর সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মো. জিয়াউর রহমান চৌধুরী তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, র্যাব-৪ এর একটি দল বৃহস্পতিবার রাজধানীর দারুস সালাম থানা ও ঢাকার সাভার মডেল থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে এক হাজার ৬৮০ ক্যান বিয়ার, ১৬ বোতল বিদেশি মদ, দুটি প্রাইভেটকার, একটি মাইক্রোবাস, একটি জিপ ও ২২ হাজার ৬৬৫ টাকাসহ সাত মাদক কারবারিকে আটক করে।
তিনি আরও বলেন, আটকরা জিজ্ঞাসাবাদে জানান, তারা দীর্ঘদিন ধরে ঢাকার বিভিন্ন স্থান থেকে বিয়ার ক্যান ও বিদেশি মদ পাইকারি দরে কিনতেন। পরে জব্দ হওয়া গাড়িটি দিয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয় করতেন। আটকদের বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান তিনি জানান।
নিউজ ডেস্ক //
কোন মন্তব্য নেই