Header Ads

ad728
  • Breaking News

    শিক্ষার্থীদের টিকা কার্যক্রম সম্পন্ন করে স্কুল খোলার দাবি


    শিক্ষার্থীদের টিকা কার্যক্রম সম্পন্ন করে স্কুল খোলার দাবি জানিয়েছে ইংরেজি মিডিয়াম স্কুল অভিভাবক ফোরাম। ইংরেজি মিডিয়াম স্কুলের নানা অনিয়ম তুলে ধরে শনিবার (১১ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে সংবাদ সম্মেলন করে সংগঠনটি।    

    সম্মেলন থেকে ৬টি দাবি জানানো হয়। দাবিগুলো হচ্ছে— শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের ভ্যাকসিন নিশ্চিত করা। ধাপে ধাপে ভ্যাকসিন নিশ্চিত সাপেক্ষে স্কুলগুলোর সন্তোষজনক স্বাস্থ্যবিধি মেনে চলার প্রস্তুতি দেখে এবং করোনা সংক্রমণ পরিস্থিতি বিবেচনা করে স্কুল খোলার চিন্তা (১ম ধাপে ১২-১৮ বছর বয়স পর্যন্ত এবং দ্বিতীয় ধাপে ১২ বছরের নিচ পর্যন্ত। প্লে গ্রুপ নার্সারি এবং কেজির ক্লাস জানুয়ারি ২০২২ এর আগে কোনোভাবে নয়)। 

    দেশের সকল ইংরেজি মাধ্যম স্কুলে করোনা মহামারির কারণে সৃষ্ট অর্থনৈতিক পরিস্থিতিতে বিবেচনায় অবশ্যই স্কুল ফি শ্রেণিভেদে ৩০-৫০ শতাংশ হ্রাস করতে হবে। সরকারি নির্দেশাবলী মেনে ২০১৭ সালে প্রকাশিত গেজেট মোতাবেক ইংরেজি মাধ্যম স্কুলগুলোকে পরিচালনা করতে হবে। স্কুলগুলোর শিক্ষা কার্যক্রম পরিচালনায় আরও কার্যকর নীতিমালা প্রণয়ন করতে হবে ও স্কুলগুলোর কার্যক্রম মনিটরিংয়ের জন্য তদারককারী সংস্থা গঠন করতে হবে। সবশেষ স্কুলগুলোর সুষ্ঠু পরিচালনা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নির্বাচিত অভিভাবক প্রতিনিধি স্কুল ম্যানেজিং কমিটিতে অন্তর্ভুক্ত করতে হবে।

    সম্মেলনে অভিভাবক ফোরামের সভাপতি এ কে এম আশরাফুল হক বলেন, করোনাকালীন বৈশ্বিক মহামারি ও নাজুক অর্থনৈতিক পরিস্থিতিতে আমাদের শিশুদের তথা দেশের ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষা এবং সুশিক্ষার অধিকার নিশ্চিত করতে সরকার, অভিভাবকবৃন্দ এবং স্কুল কর্তৃপক্ষের সমন্বিত দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন। 


    নিউজ ডেস্ক /

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728