Header Ads

ad728
  • Breaking News

    মাদক নির্মূলে ”আমার জুগ্নীদহ” সহায়তায় শাহজাদপুর থানা পুলিশের সফলতা শীর্ষক পর্যালোচনা


    ২২ অক্টোবর ২০২১ খ্রিষ্টাব্দ ৬ কার্তিক ১৪২৮ বঙ্গাব্দ শুক্রবার সকাল ৯ টা ৩০ মিনিটে মাদক নির্মূলে ”আমার জুগ্নীদহ” সহায়তায় শাহজাদপুর থানা পুলিশ এর সফলতা শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। 

    সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার জুগ্নীদহ গ্রামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘ শান্তিরক্ষা মিশন পদকপ্রাপ্ত শাহজাদপুর থানা অফিসার ইনচার্জ মোঃ শাহিদ মাহমুদ খান। 

    তিনি বলেন, জুগ্নীদহ গ্রামে মাদক নির্মূলে ”আমার জুগ্নীদহ” এর সাথে শাহজাদপুর থানা পুলিশ এক হয়ে কাজ করবে। তিনি ঘোষণা দিয়ে বলেন জুগ্নীদহ গ্রামকে বাংলাদেশে মাদক নির্মূলে একটি রোল মডেল গ্রাম হিসেবে গড়ে তুলবো ইনশাল্লাহ। তিনি আমার জুগ্নীদহকে মাদক নির্মূলে কঠোর পরিশ্রম করার জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। সেই সঙ্গে শাহজাদপুরসহ যেখানেই তিনি মাদক নির্মূলে কাজ করবেন সেখানেই আমার জুগ্নীদহের রেফারেন্স ব্যবহার করবেন এবং আমার জুগ্নীদহ এর মডেল অনুসরণ করার আহবান জানাবেন। 

    তিনি আমার জুগ্নীদহকে জুগ্নীদহ গ্রাম থেকে মাদক নির্মূলে শাহজাদপুর থানা থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রদান করেন। 

    এছাড়া তিনি বাল্যবিবাহের কুফল সম্পর্কেও তুলে ধরেন। সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ¦ মুহাঃ আনসার আলী মাস্টার জুগ্নীদহ গ্রামের আগের ঐতিহ্যগুলো তুলে ধরেন। তিনি মাঝখানে গ্রামে যে বিশৃংখলা দেখা দিয়েছিলো তা আমার জুগ্নীদহ এর চেষ্টায় দূর হওয়ায় আনন্দ প্রকাশ করেন। সবাইকে যার যার অবস্থান থেকে সজাগ থাকার আহবান জানান। 

    আমার জুগ্নীদহ এর উপদেষ্টা কমিটির সভাপতি মোঃ মানিক চাঁদ, উপদেষ্টা কমিটির সদস্যবৃন্দ, গ্রাম্য সাধারণ জনগণ, কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ বক্তব্য রাখেন। সভায় মাদক থেকে সুস্থ জীবনে ফিরে আসা সকলকে অভিনন্দন পুরস্কার প্রদান করা হয়। 

    বক্তব্যে কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক বলেন, জুগ্নীদহ গ্রামকে একটি আদর্শ গ্রাম হিসেবে গড়ে তুলতে ”আমার জুগ্নীদহ” সকল ধরণের সহযোগিতা করে যাবে। এজন্য প্রথমেই গ্রাম থেকে মাদক নির্মূলে হাত দেওয়া হয়েছে। কার্যনির্বাহী কমিটির সভাপতি বলেন, গ্রাম থেকে মাদক নির্মূলে আমার জুগ্নীদহ যেভাবে কাজ করছে সেভাবেই কার্যক্রমের ধারা চলমান রাখবে এবং প্রয়োজনীয় সকল ধরণের ব্যবস্থা গ্রহণ করবে। এজন্য তিনি শাহজাদপুর থানা পুলিশকে বর্তমানের মতোই সবসময় পাশে থাকার আহবান জানান। 

    এছাড়া বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন জাহাঙ্গীর, যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ আতিক বাবু প্রমুখ মাদক নির্মূলে নিজ নিজ অবস্থান থেকে কঠোর পরিশ্রম করার প্রত্যয় ব্যক্ত করেন। 

    সভায় আমার জুগ্নীদহ কর্তৃক বাস্তবায়িত কার্যক্রমের কিছু চিত্র ব্যানারের মাধ্যমে তুলে ধরা হয়। প্রধান অতিথি সভাকে সফল বলে সন্তোষ প্রকাশ করেন। গ্রামের সকলেই স্বত:স্ফুর্ত অংশগ্রহণ করে মাদক নির্মূলে একাত্ততা ঘোষণা করেন। 

    সভাটি সঞ্চালকের দায়িত্ব পালন করেন আমার জুগ্নীদহ এর কার্যনির্বাহী কমিটির কোষাধ্যক্ষ রানা আহমেদ। সভা শেষে বিনামুল্যে বিতরণকৃত লটারির মাধ্যমে ৫ জনকে ৫টি লুঙ্গি প্রদান করা হয়। 

    সভায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ইউপি সদস্য মোঃ আব্দুল জলিল, জুগ্নীদহ হাজী মাহতাব আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নবী নেওয়াজ এবং জুগ্নীদহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।  


    নিউজ ডেস্কঃ

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728