শেরপুর ঘোগা গ্রামে শিমুল গাছে বৈদ্যুতিক তার সংস্পর্শে একজনের মৃত্যু।
মোঃ নজরুল ইসলাম জাকিঃ বগুড়ার শেরপুরের ভবানীপুর ইউনিয়নের ঘোগা গ্রামে শিমুল গাছে ২০ ফুট উচুতে বৈদ্যুতিক তারের স্পর্শে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে শেরপুর ফায়ার সার্ভিস ওয়ার হাউসের একটি টিম দ্রুত উদ্ধার করে।
জানা গেছে, শনিবার (১৬ এপ্রিল) ঘোগা গ্রামের মৃত ফারাতুল্লাহ এর দুই ছেলে মোঃ আব্দুর রাজ্জাক ও মোঃ জাহাঙ্গীর আলমের একটি শিমুল গাছে কড়া পারতে বললে, কদিম হাঁসড়া গ্রামের মৃত খোরশেদ তরফদারের পুত্র মোঃ হাফিজুল ইসলাম অর্ধেক ভাগের চুক্তিতে কড়া পেরে দেওয়ার চুক্তি করে এবং সে মতে সকাল আনুমানিক ৬:০০ ঘটিকার দিকে গাছে ওঠে। ঘটনাচক্রে, হাফিজুল ইসলাম শিমুল গাছের একটি ডাল টান দিতেই বৈদ্যুতিক লাইনের তারের উপর পড়লে সঙ্গে সঙ্গে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
ছোনকা এরিয়া বিদ্যুৎ অফিসের লাইনম্যান মোঃ সেলিম মিয়া, গ্রেড-১ জানান, সকাল ৭:৪০ মিনিটে ঘটনাস্থল থেকে অফিসে যোগাযোগ করা মাত্রই আমরা বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করি।
এ ব্যাপারে .কদিম হাসড়া গ্রামের আবু জামান বলেন, একজন সচেতন মানুষ কখনো এ গাছে মানুষ তুলে দিবে না।
এ ব্যাপারে ভবানীপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ আব্বাস বলেন, গাছে তুলে দেওয়া একটি অপরাধ।
এ ব্যাপারে শেরপুর ওয়ার হাউজ ইন্সপেক্টর নাদির হোসেন জানান, আমরা 999 এ ফোন পেয়ে ঘটনাস্থলে দ্রুত এসে ঘটনাস্থল শিমুল গাছ থেকে লাশ উদ্ধার করি।
কোন মন্তব্য নেই