Header Ads

ad728
  • Breaking News

    হবিগঞ্জের বানিয়াচংয়ে গাছের সাথে বেধে নারীকে মারপিট।।থানায় অভিযোগ।।


    আকিকুর রহমান রুমনঃ-হবিগঞ্জের বানিয়াচংয়ে গাছের সাথে বেধে এক নারীকে মারপিঠ করার অভিযোগ পাওয়া গেছে।
    মারপিটের অভিযোগে ৪ জনকে আসামী করে বানিয়াচং থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার(১৭ এপ্রিল) সকাল ৯টায় বানিয়াচং উপজেলার ৯নং পুকড়া ইউনিয়নের ফতেপুর গ্রামে। এলাকাবাসী ও মামলা সূত্রে জানা যায়,ফতেপুর গ্রামের প্রভাবশালী খালেক মিয়া তার পড়শী ওয়াহিদ মিয়ার সাথে বাড়ির সীমানা নিয়ে বিরোধে লিপ্ত হয়। ঘটনার সময় ওয়াহিদ মিয়াকে খালেক মিয়া ও তার লোকজন বেধড়ক মারপিট করলে কেউ এগিয়ে না আসায় তার স্ত্রী স্বামীকে রক্ষা করতে এগিয়ে যান। এ সময় খালেকের নির্দেশে ওই নারীকে দড়ি দিয়ে গাছের সাথে বেধে মারপিট করা হয়। খবর পেয়ে ইউপি চেয়ারম্যান হাফেজ শামরুল ইসলাম অজ্ঞান অবস্থায় ওই নারীকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় ওই নারীর স্বামী ওয়াহিদ মিয়া ৪ জনকে আসামী করে বানিয়াচং থানায় মামলা দায়ের করেছেন। এ ব্যাপারে ৯নং পুকড়া ইউনিয়নের চেয়ারম্যান হাফেজ শামরুল ইসলাম জানান,আমি খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই নারীকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেছি। এব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ এমরান হোসেনের সাথে এরিপোর্ট লেখাকালীন সময়ে তার বক্তব্য জানতে থানার মুঠোফোনে যোগাযোগ করা হলে, তার কোন সাড়া না পাওয়ায় বক্তব্য জানা যায়নি। পরে এ ব্যাপারে থানার ওসি (তদন্ত) কবির হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে,তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,অভিযোগ পেয়েছি এবং উক্ত বিষয়টি তদন্ত করে আসামীদের বিরুদ্ধে ব্যাবস্হা নেওয়া হবে। তবে ঘটনার সত্যতা পেলে আসামীদেরকে কোন রকম ছাড় দেওয়া হবেনা বলে তার বক্তব্য বলেন। অন্যদিকে থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ এমরান হোসেন (১৭এপ্রিল)দিবাগত গভীর রাত ২টায়(১৮ এপ্রিল)এঘটনা সম্পর্কে তিনি তার বক্তব্য প্রদান করেন। এবং উক্ত অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড ভুক্ত করা হয়েছে মর্মে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এবং এই মামলার আসামীদের গ্রেফতার করতে তিনিসহ থানার বিভিন্ন অফিসারগন একাধিক টিম ঘটন করে বিভিন্ন স্হানে অভিযান পরিচালনা করে যাচ্ছেন বলে তিনি জানান।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728