Header Ads

ad728
  • Breaking News

    হবিগঞ্জের বানিয়াচংয়ে স্কুল ছাত্রী ও পিতাকে পিটিয়ে আহত নির্যাতনের ঘটনা সালিশে নিস্পত্তি।

    আকিকুর রহমান রুমনঃ-হবিগঞ্জের বানিয়াচংয়ে ইউপি সদস্যকে চাঁদা না দেয়ায় স্কুল ছাত্রী মেয়ে ও পিতাকে পিটিয়ে আহত নির্যাতনের ঘটনা সালিশের মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে।

    উক্ত সালিসে ঐ ইউপি সদস্য জিতু(মেম্বার)মিয়াকে প্রকাশ্যে নির্যাতিত পরিবারের কাছে ক্ষমা চাওয়ানো ও চিকিৎসা বাবদ তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় সালিসান সকলের সিদ্ধান্তে এই রায়ের মাধ্যমে ঘটনাটি নিষ্পত্তি করা হয়। নির্যাতিতা পরিবার ও সালিসান সূত্রে জানাযায়,আজ ২২ এপ্রিল(শক্রুবার) বানিয়াচং সদরের ২নং উত্তর পশ্চিম ইউনিয়ন পরিষদের হলরুমে এক সালিসের আয়োজন করেন চেয়ারম্যান হায়দারুজ্জামান খান ধন মিয়া। উক্ত সালিসে চেয়ারম্যানের সভাপতিত্বে সালিশটি অনুষ্ঠিত হয়। সালিশে মেম্বার দ্বারা নির্যাতনের বিষয়টি প্রমানিত হয়। এবং বিষয়টি এলাকা ভিত্তিক হওয়ার কারনে সালিসের মাধ্যমে নিষ্পত্তি করে বিষয়টি মিমাংসা করা হয়। এসময় সালিশে চানপাড়া মহল্লার সর্দার প্রধানগণ ও বিভিন্ন পঞ্চায়েত ব্যক্তিত্ব মুরুব্বিয়ান সহ শত,শত মানুষ উপস্থিত ছিলেন। এব্যাপারে ভুক্তভোগী পরিবার জানান,হামলার ঘটনা শালিসে প্রমাণিত হওয়ায় ইউপি সদস্য জিতু মেম্বার আমাদের কাছে ক্ষমা চেয়েছেন এবং শালিসে উপস্থিত সকলের সর্বসম্মতি ক্রমে আমাদের চিকিৎসা বাবদ ২০ হাজার টাকা তার জরিমানা করা হয়। এতে আমরা ন্যায় বিচার পাওয়ায় আমাদের ২নং ইউনিয়নের চেয়ারম্যান ও চানপাড়া মহল্লার সর্দারপ্রধানসহ উপস্হিত সকলের সন্তষ্টু প্রকাশের সহিত কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের পরিবারের পক্ষ থেকে। এছাড়াও আমাদের সত্য বিষয়টি সংবাদপত্রের মাধ্যমে প্রকাশ করার জন্য সাংবাদিক ভাইদের কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানাচ্ছি। এসালিসের বিষয়ে জানতে চেয়ারম্যান হায়দার উজ্জামান খান ধন মিয়ার সাথে যোগাযোগ করা হলে উক্ত বিষয়টি সমাধান হওয়ার সত্যতা নিশ্চিত করেন।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728