Header Ads

ad728
  • Breaking News

    পোরশায় উপজেলা প্রশাসনের আয়োজনে সংবাদ সম্মেলন

     

    পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ মুজিববর্ষে ৩য় পর্যায়ে নির্মিত ঘর প্রধানমন্ত্রী কর্তৃক আগামী ২৬ এপ্রিল ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে বিতরণ উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলন করেছেন ইউএনও নাজমুল হামিদ রেজা। 

    রোববার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

    এতে জানানো হয়, এ উপজেলা ছয় ইউনিয়নের মধ্যে নিতপুরে নিতপুর ইউনিয়নে ১টি, তেতুলিয়ায় ১০টি, ছাওড় ইউনিয়নে ৫টি, গাঙ্গুরিয়া ইউনিয়নে ৪টি এবং ঘাটনগর ইউনিয়নে ১৪টি নবনির্মিত আধা-পাকা ঘর দুইশতক জমিসহ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে ঈদ উপহার হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন। 

    গৃহহীন এসব পরিবার অপেক্ষার প্রহর গুনছেন নিজের ঘরে ওঠার জন্য। জীবনে তারা কোন দিন কল্পনাও করতে পারেনি একদিন পাকা ঘরে ঘুমাতে পারবেন এবং নিজেরাই জমির মালিক হবেন। 

    জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে প্রধানমন্ত্রী রাত দিন অক্লান্ত পরিশ্রমেরই ফসল এগুলো। এরই ধারাবাহিকতায় আধাপাকা ওই ঘর গুলি ঈদ উপহার হিসাবে বিতরণ করা হবে বরে জানালেন ইউনও নাজমুল হামিদ রেজা। 

    সংবাদ সম্মেলনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দোস্তদার হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক এম রইচ উদ্দিন সহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728