বগুড়ার শেরপুরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হেলপার আহত।।
মোঃ নজরুল ইসলাম জাকিঃ ঢাকা-বগুড়া মহাসড়কের ছোনকা বাজারের উত্তর পার্শ্বে কাজিপুর মসজিদ সংলগ্ন দুটি ট্রাকের মুখোমুখী সংঘর্ষে মোঃ রনি মন্ডল ৩০ নামে এক হেলপার গুরুতর আহত হয়েছে।
জানা গেছে মঙ্গলবার ( ১৯ এপ্রিল) শেরপুর থানাধীন মোঃ রনি মন্ডল ৩০ পিতা-মৃত আব্দুল মালেক গ্রাম ইলশাবাড়ী থানা সদর জেলা নওগাঁ। শেরপুর থানার সনকা বাজার নামক স্থানে দুইটি ট্রাক মুখোমুখি সংঘর্ষে ট্রাকের হেল্পার রনি গুরুতর আহত হলে স্থানীয় লোকজন উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রাত্রী ৭ঃ৪০ মিঃ ভতি করে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
 

 
.gif) 
 
.png) 
.png) 
.png) 
.png) 
 
.png) 
.png) 
 
.png) 
.png) 
কোন মন্তব্য নেই