জনগণের নিরাপত্তা নিশ্চিতকল্পে পুলিশ বক্স ফলক স্থাপন
পোরশা (নওগাঁ) প্রতিনিধি: জনগণের নিরাপত্তা নিশ্চিতকল্পে নওগাঁর পোরশায় সরাইগাছি-আড্ডা মেইন রোডের বারিন্দার মোড় নামক স্থানে পুলিশ বক্সের জন্য নির্ধারিত স্থানে ফলক স্থাপন করা হয়েছে।
স্থানীয় জনসাধারনের নিরাপত্তার স্বার্থে রোববার বিকালে পুলিশ বক্সের জন্য সরকারী বরাদ্দকৃত ০৩ শতাংশ ও আংশিক ব্যক্তিগত দানকৃত ০২ শতাংশ মোট ০৫ শতাংশ জমির উপর পুলিশ বক্স নির্মাণের জন্য নির্ধারিত স্থানে ফলক স্থাপন করেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি এবং নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম।
এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, ইউএনও নাজমুল হামিদ রেজা, ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন, থানার অফিসার ইনচার্জ জহুরুল হক, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই