নন্দীগ্রামে ভূমিহীন ও গৃহহীনদের গৃহ প্রদান (৩য় পর্যায়) উদ্বোধন উপলক্ষে সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়
প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৩য় পর্যায়ের নন্দীগ্রামে প্রথম ধাপে ৫০ ও দ্বিতীয় ধাপে ৭৮টি মোট ১২৮ টি গৃহের উদ্বোধন করা হবে।
এ উদ্বোধন উপলক্ষে নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় কালে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, ভ‚মিহীন ও গৃহ প্রদান প্রকল্পের উপজেলার সদস্য সচিব ও প্রকল্প বাস্তবায়ন অফিসার আবু তাহের, সদস্য ভাটরা ইউপি চেয়ারম্যান মোঃ মোরশেদুল বারী, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সভাপতি আঃ বারিক, সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া লিটন, সহ-সভাপতি সুমন চন্দ্র সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আঃ রউফ উজ্জল, প্রচার ও প্রকাশনা সম্পাদক সহকারী শিক্ষক রুহুল আমিন রানা, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, নির্বাহী সদস্য সমর চন্দ্র কর্মকার প্রমুখ। উল্লেখ্য, প্রত্যেকটি গৃহ নির্মান বাবদ ব্যয় নির্ধারণ হয়েছে ২ লক্ষ ৫৯ হাজার ৫শত টাকা।
কোন মন্তব্য নেই