শেরপুরে যুবকের গলাকাটা লাশ উদ্ধার
মোঃ নজরূর ইসলাম জাকিঃ বগুড়ার শেরপুর থানা পুলিশ ২৬ মে বৃহস্পতিবার সকালে গাড়িদহ ইউনিয়নের হাপুনিয়া মহাবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকার চত্বর থেকে এনামুল হক (৩০) নামের মানুষিক ভারসাম্যহীন এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে।
নিহত এনামুল হক হাপুনিয়া কলোনি এলাকার মোতালেবের হোসেনের পুত্র বলে জানায় স্হানীয় সুত্র।
এ বিষয়ে নিহতের খালা জাহানারা খাতুন জানান, সে মানসিক ভারসাম্যহীন ছিল আমার বাড়িতেই থাকতো। তাকে একটি টিনের ঘর করে দেওয়া হয়েছিল সেই ঘরটি সে বিক্রি করে ফেলেছে তার পরে
আবারও ছোট্ট আরেকটি ছোট ঘর করে দেওয়া হয়। সারারাত বাজার এলাকায় ঘোরাফেরা করে সকাল বেলা বাড়িতে এসে সে ঐ ঘরেই ঘুমাতো। আজ সকালে সে আর বাড়িতে ফেরেনি। সকালে এলাকাবাসী তার লাশ দেখে আমাকে এ খবর জানায়।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)শহীদুল ইসলাম সংবাদ মাধ্যম কে জানান, আমি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছি। লাশের গলায় ছুরির আঘাত ও পেটে ছুরির আঘাতের চিহ্ন’র আলামত রয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
.png)
কোন মন্তব্য নেই