দিঘলিয়া এম এ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুলনা জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত
ওয়াছিক রাজিব দিঘলিয়া ঃজাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় খুলনা জেলার দিঘলিয়া উপজেলায় অবস্থিত দিঘলিয়া এম এ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিরুল ইসলাম খুলনা জেলার মধ্যে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন। মোঃ আমিরুল ইসলাম সহ এবছর ৫টি ক্যাটাগরিতে জেলা পর্যায় শ্রেষ্ঠেত্ব অর্জন করেছে এ বিদ্যালয় শিক্ষক ও শিক্ষার্থীরা।
জেলার শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক নির্বাচিত হয়েছেন একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মেহেদী হাসান। একই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেনির শিক্ষার্থী অঙ্কন বিশ্বাস একক বিতর্ক প্রতিযোগিতায় জেলার শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হয়েছে। বিদ্যলয়টির স্কাউট দল জেলা পর্যায়ে শ্রেষ্ঠ স্কাউট দল নির্বাচিত হয়েছে এবং দশম শ্রেণির ছাত্র এবাদুল কবির সোহান জেলার শ্রেষ্ঠ স্কাউট নির্বাচিত হয়েছে। নির্বাচিতরা এখন বিভাগীয় পর্যায় প্রতিদ্বন্দ্বীতা করবে এবং আগামী ৬ জুন জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার মধ্যে দিয়ে শেষ হবে। 
উল্লেখ্য জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় দিঘলিয়া এম এ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপজেলা পর্যায়ে ১৯টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করে জেলা পর্যায় অংশ গ্রহন করে। সর্বশেষ অনুষ্ঠিত জাতীয় প্রতিযোগিতায় (২০১৯ সালে) দিঘলিয়া এম এ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয় খুলনা জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছিল। ২০২০ ও ২০২১ সালে করোনার জন্য জাতীয় শিক্ষা সপ্তাহ অনুষ্ঠিত হয়নি।
.png)
কোন মন্তব্য নেই