বগুড়ায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস যাত্রী এক শিশু নিহত
মোঃ নজরুল ইসলাম জাকিঃ বুধবার (১ জুন) বেলা ১২টার দিকে বগুড়া শহরতলীর আকাশতারা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত মারদিয়া (১৫ দিন) ঢাকার মোহাম্মদপুর এলাকার মিন্টুর মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিন্টু ঢাকা থেকে মাইক্রোবাসে তার দুই সন্তানকে নিয়ে মাইক্রোবাসযোগে আকাশ তারা শ্বশুরবাড়িতে ফিরছিলেন। বেলা ১২ টার দিকে আকাশতারা রেল ক্রসিং এ মাইক্রোবাসটি অতিক্রম আগে ট্রেন আসা দেখে চালক মাইক্রোবাসটি রেল লাইনের পাশে রাখে। এ সময় লালমনিরহাট থেকে সান্তাহারগামী লোকাল ট্রেন অতিক্রম করার সময় মাইক্রোবাসের সঙ্গে ধাক্কা লাগে। এতে মাইক্রোবাসটি ছিটকে রেল লাইনের পাশে গাছের সাথে আটকে যায়।
পরে স্থানীয় লোকজন মাইক্রোবাসে থাকা যাত্রীদেরকে উদ্ধার করে। এতে ঘটনাস্থলে ১৫ দিন বয়সী শিশু মারদিয়ার মৃত্যু হয় এবং তার বাবা মিন্টু গুরুতর আহত হন।
বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এস আই) আমিনুল ইসলাম জানান, মাইক্রোবাস চালক পলাতক রয়েছে। মাইক্রোবাসটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া
.png)
কোন মন্তব্য নেই