Header Ads

ad728
  • Breaking News

    শেরপুরে পীরের মুরিদানকে চুলকেটে দেওয়ায় থানায় অভিযোগ


    মোঃ নজরুল ইসলাম জাকিঃ বগুড়ার শেরপুরের শাহ বন্দেগী ইউনিয়নে লালমনিরহাট পীরের এক মুরিদানকে চুল কেটে দেওয়ার অভিযোগে শেরপুর থানায় মামলা দেওয়া হয়েছে।

    বৃহস্পতিবার (২৩ জুন) পেনাল কোটের মাধ্যমে মামলা রুজু করা হয় এবং আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। 

    মামলার বিবরনে জানা যায়, মামলার বাদি মোঃ হাফিজুল ইসলাম(৪১)পিতা-মৃত হাকিম উদ্দিন, গ্রাম-মধ্য গড্ডিমারী, থানা-হাতীবান্ধা, জেলা-লালমনিরহাট একজন পীরের মুরিদান।সেই সুবাদে মাথায় সুন্নতি বড় চুল রাখেন। গত-১৪/০৬/২০২২ খ্রিঃ বাদি নিজ বাড়ি হইতে শেরপুর থানাধীন নওদাপাড়া এলাকায় আত্মীয়-স্বজনের বাড়িতে বেড়াইতে আসেন। বাদি তাঁর আত্মীয়-স্বজনের বাড়িতে বেড়ানো শেষে-২১/০৬/২০২২ খ্রিঃ রাত্রি অনুমান ০৮.০০ ঘটিকার সময় বাদির ভাগনি মোছাঃ কোহিনুর আক্তার, স্বামী-মোঃ সাইফুল ইসলাম, সাং-নওদাপাড়া, থানা-শেরপুর, জেলা-বগুড়া এর বাড়িতে বেড়াতে যায়। রাত্রে খাওয়া দাওয়া শেষে বাদি তাহার ভাগনির বসত বাড়ীর চৌচালা টিনের দক্ষিন দুয়ারী শয়ন ঘরের মেঝেতে ধৃত আসামী সাইফুল সহ ঘুমাইয়া যায় ইং-২২/০৬/২০২২ খ্রিঃ ভোর আনুমানিক ০৫.০০ ঘটিকার সময় আসামী সাইফুল ভ্যান গাড়ী নিয়া কাজের উদ্দেশ্যে বাড়ি হতে বাহির হইয়া যায় একই তারিখ সকাল অনুমান ০৬.৩০ ঘটিকার সময় ধৃত আসামী ১। মোঃ আবুল হোসেন (৬০), পিতা-মৃত আক্কেল মুন্সি, ২। মোঃ মিজানুর রহমান মিষ্টার(৪০),পিতা-মৃত ফরিদ শেখ ৩। মোঃ সাইফুল ইসলাম (৩৭), পিতা-মোঃ ইমান আলী সকলের সাং-নওদাপাড়া, থানা-শেরপুর, জেলা-বগুড়া সহ এজাহার নামীয় অন্যান্য ও অজ্ঞাতনামা ৭/৮ আসামীগন বে-আইনী জনতায় দলবদ্ধ হইয়া কোহিনুর এর বাড়িতে প্রবেশ করিয়া বাদির সহিত তাঁর ভাগনি কোহিনুরের অবৈধ সম্পর্ক আছে বলিয়া অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। তাহারা গালিগালাজ করিতে নিষেধ করিলে বর্ণিত আসামীগন সহ এজাহার নামীয় আসামীগন বাদি ও তাঁর ভাগ্নি কোহিনুরকে উক্ত ঘরের মধ্যে এলোপাথারিভাবে কিল, ঘুষি মারিয়া টেনে হেচড়ে ঘর হইতে আঙ্গীনায় নিয়া আসে। অতঃপর মারপিট করতঃ আসামী মোঃ সাইফুল ইসলাম তাঁর হাতে থাকা কেচি দ্বারা বাদির মাথার কপাল হইতে চাঁদি পর্যন্ত চুল কাটিয়া চামড়ার সাথে লাগাইয়া দেয় এবং হুমকি প্রদর্শন করে।

    বাদির উক্তরুপ অভিযোগের প্রেক্ষিতে শেরপুর থানার মামলা নং-৩০, তারিখ-২৩/০৬/২০২২ খ্রিঃ ধারা-১৪৩/৪৪৮/৩৪২/৩২৩/৩২৫/৫০৪/৫০৬/১১৪/৩৪ পেনাল কোড রুজু করা হয় এবং গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইতেছে।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728