Header Ads

ad728
  • Breaking News

    বানিয়াচংয়ে সুষ্ট ও শান্তিপূর্ণভাবে স্টুডেন্ট কাউন্সিল সম্পন্ন হয়েছে।।

    নিজস্ব প্রতিনিধিঃ বানিয়াচং উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে স্টুডেন্ট কাউন্সিল সম্পন্ন হয়েছে।

    ২ জুন বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ১ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। পরবর্তীতে ফলাফল ঘোষণা করা হয়েছে। ভোট গ্রহণ ও ফলাফল ঘোষণা পর্যন্ত কোনরকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই কাউন্সিল সম্পন্ন হয়েছে। উপজেলার ১৬৭ টি প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্ট কাউন্সিল অনুষ্ঠিত হয়। উপজেলার পুরানবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়,জাতুকর্ণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় সমূহ সরেজমিনে ঘুরে দেখা যায় উৎসবমুখর পরিবেশে অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিদ্যালয়গুলোতে নির্বাচন সম্পন্ন করা হয়। বড়বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় সরেজমিন ঘুরে দেখা যায় নির্বাচন পরিচালনার জন্য একজন প্রধান নির্বাচন কমিশনার এর নেতৃত্বে প্রিজাইডিং অফিসার,সহকারী প্রিজাইডিং অফিসার নিয়োগ করা হয়েছে। বিভিন্ন বুথে জালভোট প্রতিরোধে প্রার্থীদের নিজস্ব এজেন্ট নিয়োগ করা হয়েছে। সেন্টারে প্রার্থীদের পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে। প্রার্থীদের পক্ষে প্রচারণা করছেন অভিবাভক ও সহপাঠীরা। কাউন্সিলে প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীরা যেমন প্রার্থী হতে পারেন নাই তেমনি তারা ভোটার ও ছিলেন না। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণী থেকে মোট ৭ জন প্রার্থীকে ভোটাররা ভোট দিয়ে নির্বাচিত করেছেন। বড়বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বানিয়াচং বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাজ উদ্দিন প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া ও স্হানীয় সংবাদকর্মী ছাড়াও ম্যানেজিং কমিটির সভাপতি জসিম উদ্দিন। এ ব্যাপারে শিক্ষক তাজ উদ্দিন জানান,স্টুডেন্ট কাউন্সিল সরকারের সিদ্ধান্ত।এটা যেমন নেতৃত্ব তৈরির অনুশীলন তেমনি শ্রেণীকক্ষের শৃঙ্খলা রাখার জন্যও সহায়তা করে। এ ব্যাপারে বানিয়াচং উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার বলেন,এই নির্বাচনের উদ্দেশ্য হচ্চে নেতৃত্বের বিকাশ করা,নির্বাচন নিয়ে স্বচ্ছ ধারণা তৈরি করা। বিষয় ভিত্তিক পদে কাজ করার অভিজ্ঞতা তৈরি হওয়ায় ছাত্ররা ভবিষ্যতে দেশ ও সমাজের সেবা করতে উৎসাহিত হবে।।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728