পোরশায় নবাগত ইউএনও’র সাথে উপজেলা চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময়
পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় সদ্য যোগদানকৃত নতুন ইউএনও সালমা আক্তারের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী।
সোমবার তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন, ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, নিতপুর ইউনিয়ন পরিষদ চেযারম্যান এনামুল হক ও মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিনকে নিয়ে ইউএনও’র কার্যালয়ে তার হাতে ফুলের তোড়া তুলে দিয়ে ওই শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় তারা উপজেলার উন্নয়নে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের দিকনির্দেশনা মোতাবেক একযোগে কাজ করার অভিমত ব্যক্ত করেন।
কোন মন্তব্য নেই