মহানবী (সা.)’ কে কটুক্তির প্রতিবাদে ধুনটে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
সুমন হোসেন, বগুড়া জেলা প্রতিনিধিঃ ভারতের ক্ষমতাসীন দল বিজেপি’র মুখপাত্র নূপুর শর্মা ও মিডিয়াকর্মী নাভিন জিন্দাল কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও আয়েশা (রাযি.) সম্পর্কে চরম কটূক্তিমূলক বক্তব্যের প্রতিবাদে বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের বিশ্বহরিগাছা বাজারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে মুসল্লিরা।আজ শুক্রবার (১০ জুন) পবিত্র জুমার নামাজের পর স্থানীয় কয়েকটি মসজিদের যৌথ অংশগ্রহনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে প্রায় দুই শতাধিক মুসল্লী অংশ নেয়। এসময় মুসল্লীরা ভারতে মহানবী (সাঃ) ও হজরত আয়েশা (রাঃ) কে নিয়ে অবমাননার প্রতিবাদে অবিলম্বে জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব আনার জোর দাবি জানান।
উক্ত বিক্ষোভ সমাবেশে শিক্ষক ইমরুল কায়েস এর সভাপতিত্বে ও রায়হান খানের সঞ্চালনায়" বক্তব্য রাখেন, বিশ্বহরিগাছা বাজার মসজিদের ঈমাম ও খতিব মাওলানা আব্দুর রহমান ও বিশ্বহরিগাছা জর্জ বাড়ির মসজিদের ঈমাম ও খতিব মাওলানা রবিউল ইসলাম রবি সহ আরো অনেকে।
এসময় বক্তারা বলেন, মুসলিমদের প্রাণপ্রিয় নেতা বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) ও হযরত আয়েশা (রাযি.)’কে নিয়ে উগ্রবাদী বিজেপি নেতৃবৃন্দের বক্তব্য চরম অবমাননাকর আমরা এর তীব্র নিন্দা জানাই।
এই দুই কুলাঙ্গার নেতার এহেন কর্মকাণ্ডে সারা বিশ্বের মুসলিম সমাজ তীব্র প্রতিবাদ জানাচ্ছে। আমরাও তাদের সাথে ঐক্যমত প্রকাশ করছি। এবং এ ধরনের কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এর পাশাপাশি এই কুলাঙ্গার দুই নেতার ধর্মীও শান্তি বিনষ্টের দায়ে সর্বোচ্চ শাস্তি দাবি করছি।’
এ ধরনের ধর্মীয় অপবাদ ছড়িয়ে ভারতীয় ক্ষমতাসীন দল একটি বিশেষ উদ্দেশ্য হাসিল করতে চায় বলে তারা মনে করেন। তাদের বক্তব্য ভারতীয় উপমহাদেশ সহ গোটা ভারতীয় উপমহাদেশে সাম্প্রসায়িক সম্পৃতি বিনষ্টের একটি পায়তারা। ক্ষমতাসীন বিজেপির নেতারা এ ধরনের বক্তব্য দিয়ে কট্টরপন্থী হিন্দু জঙ্গী গোষ্ঠীকে কাছে নিয়ে সেখানকার মুসলিম সংখ্যালঘু ভাই ও বোনদেরকে কে নির্মুল করতে চায়।
বাংলাদেশ সরকারকে আহ্বান জানাই অন্যান্য মুসলিম দেশের মতো বাংলাদেশও রাষ্ট্রীয়ভাবে এই ঘটনার জন্য ভারতকে জবাবদিহিতা করুন। এসময় এই অপকর্মের জবাবে ভারতীয় পণ্য বয়কটের আহ্বান জানান তারা।
কোন মন্তব্য নেই