Header Ads

ad728
  • Breaking News

    তাসকিন-মিরাজকে নিয়ে টি-টোয়েন্টির দল ঘোষণা

    নিউজ ডেস্কঃ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের জন্য বাংলাদেশের টি-টোয়েন্টি দলে ফিরেছেন পেইসার তাসকিন আহমেদ ও স্পিনার মেহেদী মিরাজ। বৃহস্পতিবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

    এপ্রিলে সাউথ আফ্রিকা সিরিজের পর কাঁধের চোটে পড়েন তাসকিন। তাকে পুনর্বাসন প্রক্রিয়ায় সন্তুষ্ট বিসিবি তাসকিনকে ওয়ানডে স্কোয়াডে রেখেছিল শুরুতে। কিন্তু তার সেরে ওঠার হার প্রত্যাশার চেয়ে ভালো হওয়ায় বোর্ড তাকে টি-টোয়েন্টি সিরিজেই দলে রাখছে।

    তাসকিনের সঙ্গে দলে ফিরেছেন মেহেদী মিরাজও। ওয়ানডে ও টেস্ট দলে নিয়মিত হলেও টি-টোয়েন্টি দলে মিরাজ সর্বশেষ খেলেছেন ২০১৮-এর ডিসেম্বরে। ফলে প্রায় আড়াই বছর পর জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি ফরমেটে ফিরছেন তিনি।

    শনিবার ডমিনিকায় ম্যাচের মধ্যে দিয়ে শুরু হচ্ছে টি-টোয়েন্টি সিরিজ। একই ভেন্যুতে পরদিন হবে দ্বিতীয় ম্যাচ। আর ৭ জুলাই গায়ানায় হবে তৃতীয় টি-টোয়েন্টি।

    বাংলাদেশ দল: মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, লিটন দাস, এনামুল বিজয়, মোসাদ্দেক সৈকত, নুরুল হাসান, মেহে্দী মিরাজ, মাহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ ও মুনিম শাহরিয়ার।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728