দিঘলিয়ার সেনহাটি ও ব্রম্রগাতী সড়ক নির্মাণে দুর্নীতি ও অনিয়ম
ওয়াছিক রাজিব দিঘলিয়াঃ দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের মল্লিক পুর, কাঁটাবন নামক স্থানে প্রায় দীর্ঘ এক কিলোমিটার কাঁচা সড়ক নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ।
এলাকাবাসীর অভিযোগে সরেজমিনে গিয়ে সড়ক নির্মাণের অনিয়মের ও দুর্নীতির চিত্র দেখা যায়। নির্মাণকৃত সড়কের দুই পাশের হেজিং নেই বললেই চলে, কোনরকম দায় সারাভাবে বালি ও মাটি দিয়ে সেরে যায়, ইটের মান খুবই খারাপ ইটের বড় বড় ফাঁকা ফাঁকা অংশ দেখা যায় একটি সাইকেল বা মোটরসাইকেল নিয়ে চলাচল করতে গেলে ইটগুলো থরথর করে কাঁপতে থাকে, বৃষ্টি শুরু হলে সড়কের দুই পাশের হেজিং ধুয়ে যাবে,ফলে ইটগুলিও সড়ক থেকে পড়ে যাবে ইটের সলিং এর বড় বড় ফাঁকা দেখা যায় বালি দিয়ে আটকানো হয় নাই, অপর দিকে উপজেলার সদর ইউনিয়নের ব্রম্রগাতী শেষ সিমানায় একই ধরনের সড়ক নির্মাণের কাজে দেখা যায়,ইটের মান আড়াই নাম্বার ৩ নাম্বার ইট দিয়ে সলিংয়ের দায়সারা কাজ করছেন ।
এব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আনিছুর রহমানের কাছে মুঠোফোনে জানতে চাইলে, তিনি সঠিক উত্তর দিতে পারেন নাই, তবে প্রতিবেদক কে বলেন যে আমি সাইডে গিয়েছিলাম কাজ সঠিক ভাবে হয়েছে।
এবিষয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ মারুফুল ইসলামের নিকট জানতে চাইলে তিনি বলেন দুইটি সড়কের কাজের অনিয়মের অভিযোগ আমি পেয়েছি আমি নিজে সরেজমিনে তদন্ত করব অনিয়মের সত্যতা পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। বাংলাদেশ সরকার দেশের উন্নয়নে বিভিন্ন খাতে অর্থ বরাদ্দ দিচ্ছে তেমনি খুলনা-৪ আসনের সাংসদ সদস্য আব্দুস সালাম মুর্শিদি এমপির বরাদ্দ নদী ভাঙ্গন রোধ বাস্তবায়ন সড়ক পুননির্মাণ নুতন সড়ক নির্মাণ। সরকারি বরাদ্দ কৃত অর্থ প্রশাসনে ঘাপটি মেরে থাকা কিছু দুর্নীতিবাজ অফিসার ও কিছু অসাধু ঠিকাদার মিলে লুটেপুটে খাচ্ছে এই অর্থ। ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। সরেজমিনে গিয়ে দেখা যায়,আতাই নদীর তীরে এই সড়কের কাজ ঠিকাদার দায়সারাভাবে করে গেছে কোন রকম বৃষ্টির পানিতে অথবা নদীর জোয়ারের পানিতে ভিজলে সড়কের দুই পাশের মাটি ধুয়ে যাবে। এ ব্যাপারে উক্ত দুইটি সড়ক নির্মাণের ঠিকাদার একই ব্যক্তি বটিয়াঘাটার ইউপি চেয়ারম্যান বাবুল হোসেন ।
উক্ত সড়কের অনিয়মের বিষয়ে ঐ ঠিকাদারের নিকট জানতে চাইলে তিনি বলেন আমি আপনাদের সাথে দেখা করে কথা বলবো আমার কাজ সঠিক হয়েছে তবে ইটের মান খুবই খারাপ বলে স্বীকার করেন।
দিঘলিয়া উপজেলা প্রশাসন সহ-সংশ্লিষ্ট দপ্তরের সড়ক নির্মাণে অনিয়ম দুর্নীতি তদন্ত পুর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক এটাই এলাকাবাসীর দাবী।
কোন মন্তব্য নেই