Header Ads

ad728
  • Breaking News

    ধুনটে ভ্রাম্যমান আদালত কর্তৃক যুবকের কারাদণ্ড


    মোঃ নজরুল ইসলাম জাকিঃ বগুড়ার ধুনট উপজেলায় নিজের আইডি ফেসবুক আইডি থেকে মোবাইল ফোনের মাধ্যমে এক মাদ্রাসা ছাত্রীর এডিট করা আপত্তিকর ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ায় জুয়েল রানা (২৪) নামের এক যুবকের ১৫দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় জুয়েল রানার ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করা হয়।

    শনিবার (৪ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত এ দণ্ডাদেশ দেন।

    দণ্ডপ্রাপ্ত জুয়েল রানা উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের পশ্চিম গুয়াডহরী গ্রামের আইয়ুব আলীর ছেলে।

    ইউএনও অফিস সূত্রে জানা যায়, উপজেলার এক কৃষকের মেয়ে স্থানীয় একটি মাদরাসার দশম শ্রেণীর ছাত্রী। দীর্ঘদিন ধরে ওই মেয়েটিকে উত্যক্ত করে আসছিলেন জুয়েল। মেয়েটির পরিবারের পক্ষ থেকে জুয়েলের বাবার কাছে এ বিষয়টি নিয়ে বিচার চাওয়া হয়। এতে মেয়েটির উপর ক্ষুব্ধ হয়ে উঠেন জুয়েল।

    এ অবস্থায় জুয়েল তার নিজের মোবাইল ফোনে অবুজ ভালবাসা নামের আইডি থেকে সামাজিক যোগাযোগ (ফেসবুক) মাধ্যমে শনিবার দুপুরে ওই মেয়েটির এডিট করা একটি আপত্তিকর ছবি প্রচার করে। এ ঘটনায় মেয়েটির বাবার অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়েল রানাকে নিজ বাড়ি থেকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। এরপর ভ্রাম্যমাণ আদালতে দোষ স্বীকার করায় জুয়েল রানার ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

    ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা এ তথ্য নিশ্চিত করে বলেন, বাংলাদেশ দণ্ড বিধির ১৮৬০ এর ৫০৯ ধারায় ১৫ দিনের কারাদন্ডের আদেশপ্রাপ্ত আসামী জুয়েল রানাকে রোববার বগুড়া জেলা কারাগারে পাঠানো হবে।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728