শেরপুরে করতোয়া নদী থেকে নিখোঁজ দুই বন্ধুর লাশ উদ্ধার
মোঃ নজরুল ইসলাম জাকিঃ বগুড়ার শেরপুরের করতোয়া নদী থেকে দুই যুবক সাম্মাম (১৮) ও শিশির (১৮) দের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার (০৯ জুলাই) সকাল ৯টার দিকে তার লাশ ধড়মোকাম নামপাড়া এলাকায় করতোয়া নদী থেকে ভাসমান অবস্থায় সাম্মাম (১৮) কে উদ্ধার করে পুলিশ।
নিহত কলেজ ছাত্র সাম্মাম শেরপুর শহরের বারদুয়ারীপাড়ার শিক্ষক দম্পতি মোজাফফর রহমান ও মুর্শিদা খাতুনের একমাত্র ছেলে। সে শেরউড ইন্টারন্যাশন্যাল স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলো।
একই দিন দুপুর সাড়ে ১২টার দিকে করতোয়া নদীর গোপালপুর এলাকা থেকে অপর যুবক শিশির (১৮) ভাসমান লাশ উদ্ধার হয়।
নিহত শিশির শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের মহিপুর জামতলা এলাকার মো. লুৎফর রহমানের ছেলে এবং বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানান, গত ০৮-০৭-২০২২ তারিখ সকাল আনুমানিক ৮ ঘটিকার সময় তার বন্ধুসহ বাসা থেকে বের হয়ে আর বাসায় ফিরে আসেনি। শুক্রবার সকাল থেকেই সাম্মাম ও তার আরেক বন্ধু সাব্বির (১৮) নিখোঁজ ছিলো।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, নিহতের পরিবারের সদস্যরা তাদের লাশ সনাক্ত করেছে। লাশ ময়নাতদন্তের জন্য বগুড়ায় হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।
.png)
কোন মন্তব্য নেই