Header Ads

ad728
  • Breaking News

    ছোনকা কোরবানীর হাটে গরুর দাম ব্যাপক চড়া


    মোঃ নজরুল ইসলাম জাকিঃ বগুড়ার শেরপুরের ছোনকা হাটে কোরবানী উপলক্ষে গরু ছাগলের হাট বসেছে কিন্তু উক্ত হাটের গরুর দাম ব্যাপক চড়া মূল্য চাচ্ছে বিক্রেতাগণ।

    রবিবার( ০৩ জুলাই) উপজেলার ছোনকা বাজারে হাসপাতালের দক্ষিণ পার্শে ছোনকা হাইস্কুল খেলার মাঠে এই গরুর হাট বসেছে এবং হাসপাতালের ভিতরের মাঠে ছাগলের হাট বসেছে। জানা গেছে স্কুল কর্তৃপক্ষ এবং হাসপাতাল কর্তৃপক্ষকে টাকা দিয়ে মাঠ বরাদ্দ নিয়েছে বলে জানা গেছে।

    এ ব্যাপারে ছোনকা গ্রামের আসাদুল ইসলাম জানান, যে গরু চান্দাইকোনা হাটে ৭৯ হাজার টাকা দিয়ে কেনা হয়েছে সেই সাইজের গরু ছোনকা হাটে ৯০ হাজারে দিচ্ছে না।

    শেরপুর থানার ডিএসবি এস আই মোঃ আতাউর রহমান জানান, এই হাটে জাল টাকার কারবার যেন না হয় সেজন্য শেরপুর থানার গোয়েন্দাদের হাটে নামানো হয়েছে। এছাড়া সকল প্রকার অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধের ব্যবস্থা নেওয়া হয়েছে।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728