শিবগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যের মৃত্যু
শিবগঞ্জ প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় গোলাম মোস্তফা (৬৫) নামের এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যের মৃত্যু হয়েছে। সে উপজেলার দেউলী ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে ও স্থানীয় ভরিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি ছিলেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার শ্যামপুর গ্রামে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গর্তে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে রাত ৮ টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
জানা যায়, মোস্তফা ব্যবসায়ীক কাজে শিবগঞ্জের কিচক বাজারে যান। সেখানে কাজ শেষে মোহাম্মদ আলী নামের এক ব্যক্তিকে সঙ্গে নিয়ে তিনি মোটরসাইকেলে যোগে বাড়ি ফিরছিলেন। পথে শ্যামপুর এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তিনি গর্তে পড়ে যান। সেখান থেকে তাকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ইন্সপেক্টর) সৈয়দ আলমগীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় তিনি মারা গেছেন বলে আমরা জেনেছি। তার পরিবার থেকে এ বিষয়ে কোনো অভিযোগ নেই বলে পুলিশকে জানিয়েছে।
.png)
কোন মন্তব্য নেই