Header Ads

ad728
  • Breaking News

    শেরপুরে সুদের টাকার জন্য একজনের প্রাণ গেল


    মোঃ নজরুল ইসলাম জাকিঃ বগুড়ার শেরপুরে সুদের টাকার জন্য প্রাণ দিতে হলো মুরগি ব্যবসায়ী আকবর হোসেন (৪০) নামের এক যুবকের।  সে কাফুরা পূর্ব পাড়া গ্রামের নবীর হোসেনের ছেলে।

    আজ বুধবার (৬ জুলাই) সকাল ৯ টায় বিষয়টি নিশ্চিত করেন  আকবর হোসেনের মেয়ের জামাই শামীম হোসেন।  তিনি জানান,  ব্যবসার মূলধন বাড়ানোর জন্য গত ৭ মাস পূর্বে ৫০ হাজার টাকা সুদের উপর নিয়ে মুরগির ব্যবসা করত।  এই টাকার জন্য প্রতি মাসে ৪ হাজার টাকা করে লাভ করতে হতো।  গত মাসে উঠাবসা খারাপ হওয়ার জন্য সে লাভের টাকা দিতে পারে নি।
    মঙ্গলবার রাত্রি সাড়ে নয়টার দিকে আজর ও রানু নামের ২ ব্যক্তি এসে আকবরকে বাড়ি থেকে ৩শ গজ দূরে ডেকে নিয়ে যায়।  সেখানে টাকার বিষয় নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়।   এর এক পর্যায়ে তাকে মারধোর করে তারা দুজন চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তখন স্থানীয়রা তাকে উদ্ধার করে  তার আত্মীয়-স্বজনকে খবর দেন। তারা শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম জানান,  লাশটি ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে সকালে পাঠানো হয়েছে।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728