শাজাহানপুরে বিএনপি নেতার মা ও অপর বিএনপি নেতা কন্যার কুলখানী অনুষ্ঠিত
শাজাহানপুর প্রতিনিধিঃ শাজাহানপুরে মাঝিড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক আলী রেজা শাহ'র মায়ের কুলখানি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা মরহুমার নিজ বাড়ি উপজেলার মাঝিড়া ইউনিয়নের শাহ সোনার পাড়া জামে মসজিদে কুলখানি ও দোয়ার আয়োজন করা হয়।পরে মরহুমার কবরের পাশে দাঁডিয়ে তার রুহের মাগফেরাত কামনায় দোয়া করেন উপস্থিত মুসুল্লিবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন বগুড়া-০৭ (গাবতলী শাজাহানপুর) এলাকার সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হেলালুজ্জামান তালুকদার লালু, শাজাহানপুর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি আলহাজ্ব সোহরাব হোসেন ছান্নু, সাবেক চেয়ারম্যান সরকার বাদল, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল বাশার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম, মাঝিড়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমরুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান অটল, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আসাদুজ্জামান লিটন, মাঝিড়া ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি খায়রুল বাশার,গাবতলী উপজেলা যুবদলের আহবায়ক মজনু, শাজাহানপুর উপজেলা যুবদলের
সিনিয়র যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রেজা, নুর মাহমুদ মুন্সি, আব্দুর রউফ, ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক রিয়াজুল ইসলাম সবুজ যুবদল নেতা গোলাম মোস্তফা, রাজিব, আব্দুল করিম প্রমুখ।
অন্যদিকে খরনা ইউনিয়ন বিএনপির নব নির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুল হাই সিদ্দিকী রনির সদ্য প্রয়াত কন্যা শশীর(১০) কুলখানী অনুষ্ঠিত হয়েছে আজ শুক্রবার বাদ জুমা। উপজেলার আড়িয়া ইউনিয়নের মানিকদিপা জামে মসজিদে শিশুটির রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া মাহফিলে অংশ নেন মরহুমের নিকট আত্মীয়, এলাকার মুসুল্লিবৃন্দ ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।
.png)
কোন মন্তব্য নেই