আঁশগ্রাম মাঠে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাল ব্রাজিল
বগুড়ার শেরপুরের ভবানীপুর ইউনিয়নের আঁশগ্রাম মাঠে গ্রামগঞ্জের ঐতিহ্যবাহী ফুটবল খেলাটি অনুষ্ঠিত হয়েছে। খেলায় ৪৬ মিনিটে ১-০ গোল দিয়ে ব্রাজিল শিরোপা জিতে নেয়।
মঙ্গলবার (১২ জুলাই) বিকাল সাড়ে ৫:০০ ঘটিকায় আঁশগ্রাম আমিনপুর খেলোয়ার কল্যান সমিতির উদ্যোগে আঁশগ্রাম -আমিনপুর চাকুরীজিবিদের সংবর্ধনা, পরিচিতি ও ঈদ পূনর্মিলনী -২০২২ অনুষ্ঠান ও আর্জেন্টিনা সমর্থক ফুটবল টিম বনাম ব্রাজিল সমর্থক ফুটবল টিম এর খেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় এবং আঁশগ্রাম আমিনপুর খেলোয়ার কল্যান সমিতির সভাপতি কৃষিবিদ মোঃ আমজাদ হোসেন ও উক্ত অনুষ্ঠানের সভাপতি ভবানীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ তছির উদ্দিন সরকার খোলোয়ারদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন।
উক্ত খেলায় রেফারী হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ জিহাদুল ইসলাম জিহাদ, আঁশগ্রাম।
খেলা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি ভবানীপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ভবানীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ বক্তব্য প্রদান শেষে খেলোয়ারদের মধ্যে পুরুস্কার বিতরন করেন।
.png)
কোন মন্তব্য নেই