Header Ads

ad728
  • Breaking News

    ধুনটে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও গুণীজন সংবর্ধনা ২০২২ অনুষ্ঠিত

    সুমন হোসেন, বগুড়া জেলা প্রতিনিধিঃ ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে আত্মমানবতার সেবায় বগুড়ার ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়ন কল্যাণ ট্রাস্ট কর্তৃক আয়োজিত ১দিন ব্যাপি ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও গুণীজন সংবর্ধনা ২০২২ অনুষ্ঠিত হয়েছে। গ্রাম পর্যায়ে সুবিধা বঞ্চিত মানুষ গুলোকে সুচিকিৎসা প্রদানের লক্ষ্যে মঙ্গলবার সকাল ৯টার দিকে দিন ব্যাপি গোপালনগর ইউ এ কে উচ্চ বিদ্যালয় মাঠে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়।

    গোপালনগর ইউ এ কে উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আমজাদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন জিএমসি ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ লুৎফর রহমান ও গোপালনগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল আবেদীন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক সহযোগী অধ্যাপক ডাঃ আরিফুর রহমানের নেতৃত্বে ১৪ জন চিকিৎসক ২৮ জন চিকিৎসা সহকারী ৪ জন ল্যাব টেকনিশিয়ান ৮ জন সহকারী ল্যাব টেকনিশিয়ানের সম্মিলিত মেডিক্যাল টিম ৩ হাজার ১ শত গরীব অসহায় মানুষের মাঝে বিনামূল্যে ব্যবস্থাপনা পত্র ও ঔষধ সরবরাহ করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোঃ আমিনুল হক,প্রফেসর ড. মোঃ আমিনুল ইসলাম,সহযোগী অধ্যাপক মোঃ ওমর ফারুক,সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান ফিরোজ,সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম হোসেন সরকার,চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম,প্রধান শিক্ষক মোঃ আতাউর রহমান,আওয়ামীলগ নেতা শাহ আলম তালুকদার, আঃ রাকিব সনেট,হাবিবুল বাশার প্রমুখ। আমেরিকান প্রবাসী বাঈজিদ বোস্তামির বিশেষ অর্থায়নের পাশাপাশি গোপালনগর ইউনিয়ন কল্যাণ ট্রাস্টের সকল সদস্যের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি সুন্দর ভাবে পরিচালিত হয়। উক্ত ট্রাস্টের সৌজন্যে সমাজের বিভিন্ন শাখায় অবদান রাখায় ৩২ জন গুণীজনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করে। ব্যতিক্রমী এ আয়োজনে গোপালনগর ইউনিয়ন কল্যান ট্রাস্টকে ধন্যবাদ জানিয়েছেন সর্বসাধারণ।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728