শিবগঞ্জে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে “ জনসেবার জন্য প্রশাসন আপনার পাশে সর্বক্ষণ” এ শ্লোগানকে সামনে রেখে শনিবার শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে সকাল ১০টায় এক র্যালী পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে এক আলোচনা সভা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তারক নাথ কুন্ডু, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফজলুল হক, নির্বাচন অফিসার আনিসুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা টিএম আব্দুল হামিদ, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা জাহানারা খাতুন, একাডেমিক সুপার ভাইজার পদ্মা রানী, আইসিটি কর্মকর্তা মাহফুজার রহমান, কাউন্সিলর রুহুল আমিন, এস.আই রুম্মান প্রমুখ।
পরে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপন ও বঙ্গবন্ধু জন প্রশাসন পদক ২০২২ প্রদান অনুষ্ঠান সরাসরি সম্প্রচার উপভোগ করেন।
.png)
কোন মন্তব্য নেই