পদ্মা সেতুতে মাইক্রোবাসে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত
পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোলপ্লাজার আগে মাইক্রোবাসে বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৩ জন।
টোলপ্লাজার আগে নাওডোবা ব্রিজ সংলগ্ন এলাকায় শনিবার বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে।
৬০ বছর বয়সী নিহত আব্দুল মোল্লার বাড়ি কিশোরগঞ্জ জেলার আগানগর থানার টাগাইয়া গ্ৰামে।
পদ্মা দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হন। তাদের একজন বাইক চালাচ্ছিলেন, অন্যজন আরোহী।
বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া।
তিনি জানান, পদ্মা সেতুতে বাইক দুর্ঘটনায় আহত দুইজনকে রোববার রাতে (সেুততে যান চলাচল শুরুর দিন) হাসপাতালে আনা হয়। চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন আলমগীর হোসেন ও মো. ফজলু।
এই দুর্ঘটনার ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার কিছুক্ষণ পরই পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল নিষিদ্ধ করে সরকার।
নিউজ ডেস্ক/ সি-প

কোন মন্তব্য নেই