বানিয়াচং উপজেলা ছাত্রলীগ ও কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত
আকিকুর রহমান রুমনঃ-হবিগঞ্জের বানিয়াচংয়ে উপজেলা ছাত্রলীগ ও সরকারি জনাব আলী কলেজ ছাত্রলীগের নেতারা ঘুম থেকে উঠে দেখেন নিজেদের পদ ও নাই কমিটি ও নাই।এরই প্রতিবাদে সদ্য বিলুপ্ত বানিয়াচং উপজেলা ছাত্রলীগ সকাল ৭টায় স্থানীয় শহীদ মিনারে মানববন্ধন করে প্রতিবাদ জানিয়েছে।
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার উপজেলা ছাত্রলীগ ও সরকারি জনাব আলী কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষনা করেছে হবিগঞ্জ জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।
আকস্মিকভাবে কমিটি বিলুপ্তির ঘোষনায় বানিয়াচং উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ ও সরকারি জনাব আলী কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ অস্বস্তিতে পড়েছেন।
হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মোশারফ হোসেন ও সাধারণ সম্পাদক ফজলুর রহমান রবিন স্বাক্ষরিত ৮ জুলাই এক প্রেস বিঞ্জপ্তি মারফত জানা যায়,বানিয়াচং উপজেলা ছাত্রলীগ ও সরকারি জনাব আলী কলেজ ছাত্রলীগের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় কমিটি দুটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে।
বিঞ্জপ্তিতে আরও জানানো হয় সংগঠনের গতিশীলতার জন্য ১৫ কার্য দিবসের মধ্যে কমিটি দুটির নেতৃত্ব বাছাই করতে আগ্রহীদের নিকট থেকে সিভি(জীবন বৃত্তান্ত)আহবান করা হয়েছে।
সদ্য বিলুপ্ত বানিয়াচং উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান খান মামুন ও সাধারণ সম্পাদক সাইম হাসান পুলক ৮ জুলাই ভোরবেলায় ঘুম থেকে উঠেই কমিটি বিলুপ্তির ঘোষনা শুনে মানববন্ধনের ডাক দেন।
তাদের ডাকে সাড়া দিয়ে পদ প্রত্যাশী ছাত্রলীগের নেতাকর্মীরা সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত স্থানীয় বড়বাজার শহীদ মিনার চত্বরে মানববন্ধন করে প্রতিবাদ জানিয়েছেন।
মানববন্ধনে বিলুপ্ত উপজেলা কমিটির নেতারা বক্তব্য দিয়ে জেলা কমিটির নিকট কমিটি দুটি পুনর্বহাল করার দাবি জানিয়েছেন।
আকস্মিকভাবে কমিটি বিলুপ্তির ঘোষনায় পদপ্রত্যাশী অনেক নেতাকর্মী সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে পেস্ট দিয়েছেন।
এ ব্যাপারে সদ্য বিলুপ্ত বানিয়াচং উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সাইম হাসান পুলক জানান,অগণতান্ত্রিক ও গঠনতন্ত্র বহির্ভূতভাবে কমিটি দুটি আকস্মিকভাবে বিলুপ্ত করা হয়েছে। এর বিরুদ্ধে আমারা প্রতিবাদ জানাচ্ছি। আমাদের দাবি আমাদের কমিটি পুনর্বহাল করা হোক।
এ ব্যাপারে হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মোশারফ হোসেনের মুঠোফোনে গণমাধ্যম কর্মীরা যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
.png)
কোন মন্তব্য নেই