Header Ads

ad728
  • Breaking News

    শিবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

    শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ “নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে বগুড়ার শিবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ এর উদ্বোধন করা হয়েছে।

    জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে রোববার উপজেলা কমিটির আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী, পোনা মাছ অবমুক্ত করণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে থেকে ফেস্টুন, ব্যানার সহ বর্ণাঢ্য এক র‌্যালী পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করনে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা। বেলা ১২ টায় শহীদ হাফিজার রহমান অডিটোরিয়ামে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সাকুর, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী, উপজেলা নির্বাচন অফিসার আনিসুর রহমান, মৎস্যচাষী সাইফুল ইসলাম, রবিউল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সফল মৎস্যচাষী কার্প মিশ্রচাষ এ সফতার কারণে সাইফুল ইসলাম কে ও তেলাপিয়া মাছ চাষে সফতা অর্জন করায় রবিউল ইসলাম কে ক্রেস্ট প্রদান করা হয়।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728