Header Ads

ad728
  • Breaking News

    শেরপুর ছোনকায় কলেজ ছাত্রীর আত্নহত্যা


    মোঃ নজরুল ইসলাম জাকি: বগুড়ার শেরপুরের ছোনকায় নাসরিন জাহান নীলা (২০) নামের একজন কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করেছে শেরপুর থানার পুলিশ।

    রবিবার (৩০ অক্টোবর) উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা যমুনা পাড়া নামক স্থানে মোছাঃ নাসরিন জাহান নীলা (২০) নামক একজন কলেজ ছাত্রী গলায় নাইলনের দড়ি পেচিয়ে ঘরের সেলিং ফ্যানের সাথে ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে।

    নিহত নাসরিন জাহান নীলা ছোনকা যমুনাপাড়া গ্রামের মোঃ নাজিম উদ্দিনের ছোট মেয়ে।

    স্থানীয়দের নিকট থেকে জানা গেছে, নাসরিন আকতার নীলার বাবা নাজিম উদ্দিন বিমান বাহিনীতে চাকুরী করেন । নাসরিন আকতার নীলা ফেসবুকে প্রেম করে প্রায় ১ বছর পূর্বে পরিবারের অগোচরে বি বাড়িয়ার আশিক নামের একটি ছেলের সঙ্গে বিয়ে হয়। এখন পর্য ন্ত ছেলেটি ছোনকা শশুরবাড়িতে আসে নাই। এমতাবস্থায়  তার মা বড় মেয়ের বাসায় নাটোরে বেড়াতে যায় গত ২৭ অক্টোবর বৃহস্পতিবার । এরই মাঝে ২৯ অক্টোবর রাত্রিতে নিজের শয়ন কক্ষে সেলিং ফ্যানের সাথে নােইলনের দড়ি পেচিয়ে আত্নহত্যা করেছে। সে নিজের ঘরের সাথে বিভিন্ন পোস্টার লাগিয়েছে, পোস্টারে লেখা ছিল এই রাত শুধু আমার, এই ‍দিন এই মুহূর্ত, এই সব ঠিকানা সহ নানাবিধ পোস্টার দেয়ালে লাগানো ছিল। রাত্রিতে তার দাদী খোঁজ করে না পেয়ে পাশের বাড়ি থেকে দুইজনকে ডেকে পাশের ঘরের উপর দিয়ে টপকিয়ে নেমে দেখেন সে আত্নহত্যা করেছে।

    এ ব্যাপারে শেরপুর থানার এস আই মোঃ মুসতাফিজুর রহমান জানান, আমরা লাশটি থানায় নিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহন করব।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728