ধুনট উপজেলা ইউপি চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
সুমন হোসেন,ধুনট (বগুড়া) প্রতিনিধি: ধুনটে দশটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নিয়ে গঠিত ইউপি চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। বুধবার (৯ই নভেম্বর) বিকেলে উপজেলার ইছামতি হলরুমে চেয়ারম্যানদের উপস্থিতিতে এক সভার মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে ৯নং মথুরাপুর ইউপি চেয়ারম্যান হাসান আহম্মেদ জেমস মল্লিক কে সভাপতি ও ৮ নং চৌকিবাড়ি ইউপি চেয়ারম্যান হাসানুল করিম পুটু কে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন ৯নং মথুরাপুর ইউপি চেয়ারম্যান হাসান আহম্মেদ জেমস মল্লিক, ১নং নিমগাছি ইউপি চেয়ারম্যান সোনিতা নাছরিন, ৭নং এলাঙ্গী ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক, ২ নং কালেরপাড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন শিপন, ৬নং ধুনট ইউপি চেয়ারম্যান মাসুদ রানা, ৮নং চৌকিবাড়ি ইউপি চেয়ারম্যান হাসানুল করিম পুটু, ৪নং গোসাইবাড়ি ইউপি চেয়ারম্যান মাসুদুল হক বাচ্চু, ৫নং ভান্ডারবাড়ি ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন বাবু, ৩নং চিকাশি ইউপি চেয়ারম্যান জাকির হোসেন জুয়েল এবং ১০নং গোপালনগর ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম প্রমুখ।

কোন মন্তব্য নেই