Header Ads

ad728
  • Breaking News

    বিরইল মাদ্রাসায় ম্যানেজিং কমিটির ভোট রবিবার


    মোঃ নজরুল ইসলাম জাকি: বগুড়ার শেরপুর উপজেলার বিরইল শহীদ তোরকানীয়া দাখিল মাদ্রাসার ভোট আগামী ১৩ ই নভেম্বর রবিবার অনুষ্ঠিত হবে।

    বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুর ২ ঘটিকার সময় উপজেলার  বিরইল শহীদ তোরকানীয়া দাখিল মাদ্রাসার সুপারেন্টেডেন্ট মোঃ হায়দার আলী জানান, আগামী রবিবার সকাল ১০ ঘটিকা থেকে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। 

    ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে খসড়াভাবে ২২ অক্টোবর এবং চুড়ান্তভাবে প্রকাশ করা হয়েছে ২৩ অক্টোবর। এছাড়া মনোনয়ন পত্র উত্তোলন ২৩ অক্টোবর এবং মনোনয়ন জমা দেওয়ার তারিখ ২৫ অক্টোবর এবং মনোনয়ন পত্র বাছাই ২৭ অক্টোবর আর মনোনয়ন পত্র প্রত্যাহারের তারিখ ৩০ অক্টোবর  এবং ভোটগ্রহন ১৩ই নভেম্বর।

    এবারের নির্বাচনে বীনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন এবতেদায়ী শাখায় মোঃ জাবেদ আলী এবং শিক্ষক প্রতিনিধি মোঃ মোজাফ্ফর হোসেন, মোছাঃ শামছুন্নাহার, মাওলানা মোঃ আব্দুস সালাম। এছাড়া দাতা সদস্য নির্বাচিত হয়েছেন মোঃ হাতেমুজ্জামান। 

    সংরক্ষিত মহিলা আসনে প্রতিদ্বন্দীতা করছেন মোছাঃ আমেনা বেওয়া এবং মোছাঃ নারগিছ বেগম  এদের মধ্য থেকে ১জন নির্বাচিত হবেন।

    অভিভাবক সদস্য মোঃ নুর মোহাম্মাদ, আবুল কালাম শেখ, আমির সরকার, নায়েব আলী মন্ডল, মোঃ রিগ্যান শেখ। এদের মধ্য থেকে ২ জন প্রার্থী নির্বাচিত হবেন।


    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728