নন্দীগ্রামে উৎসব মূখর পরিবেশে বই উৎসব পালিত
সকাল ১০টায় নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বই বিতরণ উৎসবের শুভ উদ্বোধন করেন নন্দীগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল আশরাফ জিন্নাহ।
ওই সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা পরিষদের সদস্য মোঃ মুকুল মিয়,নন্দীগ্রাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, নন্দীগ্রাম উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবনী আকতার বানু, নন্দীগ্রাম থানার ওসি মোঃ আনোয়ার হোসেন, নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিরিশ চন্দ্র।
এছাড়া নন্দীগ্রাম উপজেলার সতীশ চন্দ্র কারিগরি স্কুল অ্যান্ড বিএম কলেজে সকাল ১০টায় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়।ওই সময় উপস্থিত ছিলেন সতীশ চন্দ্র কারিগরি স্কুল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ পরিতোষ চন্দ্র সরকার, প্রভাষক জাকারিয়া লিটন, প্রভাষক বাহার উদ্দীন,প্রভাষক অলিপ কুমার,শিক্ষক প্রতাপ চন্দ্র সরকার, পিযুষ কুমার,জান্নাতুন ফেরদৌস লিপি প্রমূখ।
কোন মন্তব্য নেই