ধুনটে ধামাচামা সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন ও আলোর দিশারি পাঠাগারের ২ বছর মেয়াদী কমিটি গঠিত
ধুনট (বগুড়া)ঃপ্রতিনিধিঃ বগুড়ার ধুনটে ধামাচামা সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন ও ধামাচামা আলোর দিশারি পাঠাগারের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার (১৪ নভেম্বর) সন্ধায় সংগঠন কার্যালয়ে সাধারণ সভায় এ কমিটি গঠন হয়।
সভায় সর্বসম্মতি ক্রমে মাহমুদুল হক মাস্টার কে সভাপতি, আব্দুল ওয়াদুদ সরকার কে সাধারণ সম্পাদক ও ফিরোজ আলী প্রামানিক কে কোষাধ্যক্ষ নির্বাচিত করে ৩১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি ফজল-এ-খুদা তুহিন, সহ-সভাপতি শিহাবুল ইসলাম শ্যামল, সহ-সভাপতি হাসান জাহিদ জীবন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম আযম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আলীম সরকার, সাংগঠনিক সম্পাদক রিয়াদ হাসান রিগান, সহ-সাংগঠনিক সম্পাদক আসাফুদ্দৌলা মাহিন, প্রচার সম্পাদক রিয়াদ আল মাহমুদ, দপ্তর সম্পাদক আব্দুল মোমিন, শিক্ষা বিষয়ক সম্পাদক প্রভাষক রাজিউল হক ডলার, মানব সম্পদ উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক রেজাউল করিম মাস্টার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ফার্মাসিস্ট সাজাদুর রহমান শরীফ, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম রুবেল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক ছোয়াইব আনাম সাকিব, গণশিক্ষা বিষয়ক সম্পাদক সোহাগ বাবু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর ইসলাম, পাঠাগার বিষয়ক সম্পাদক রাসেল মিয়া সরকার, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা আব্দুর রাজ্জাক, ক্রিয়া বিষয়ক সম্পাদক মহাতাজ উদ্দিন, সমাজ ও পরিবেশ উন্নয়ন বিষয়ক সম্পাদক তারেক রহমান, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক আবু সোমা, কার্যনির্বাহী সদস্যবৃন্দ মৌওদুদী ইসলাম, শাফায়েত আহমেদ ফাহিম, সুজন ইসলাম, রিজওয়ান উর রহমান রিফাই, নিয়াজ আল মাহবুব সাইম, উজ্জল মিয়া ও নাছিম মিয়া। কার্যনির্বাহী কমিটিকে সার্বিক সহযোগিতার জন্য উপদেষ্টা কমিটি ও অডিট কমিটি গঠন করা হয় সাধারন সভায়।
উল্লেখ্য ২০১৪ সালের ১৪ই নভেম্বর কতিপয় যুবকদের নিয়ে জিন্নাহুর রহমান রাকিব ধামাচামা সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন নামক স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠা করে। পরবর্তী ২০২০ সালে অত্র সংগঠনের অধীনে ধামাচামা আলোর দিশারি পাঠাগার প্রতিষ্ঠা করা হয়। সংগঠন এবং পাঠাগার এর উদ্যোগে বিভিন্ন সামাজিক, শিক্ষামূলক, ধর্মীয় প্রভুতি প্রোগ্রাম করে থাকে এ সংগঠন।
কোন মন্তব্য নেই