আজ দিঘলিয়ায় আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ওয়াছিক রাজিব দিঘলিয়া ঃ ০৬ জানুয়ারী শুক্রবার দিঘলিয়াতে হঠাৎ করে ব্যাক্তিগত সফরে আসছেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দিঘলিয়াতে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি পরিদর্শনে আসবেন সল্প সময়ের জন্য, সাথে পরিবারের অন্যান্য সদস্যরাও আসবেন বলে জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম।
প্রধানমন্ত্রীর দিঘলিয়া আগমন সফল করতে ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। গত ০৩ জানুয়ারি জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা দিঘলিয়া আসেন এবং স্হানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সাথে মতবিনিময় করেন। ইতিমধ্যে এসএসএফ সহ প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত সংস্থাগুলো তৎপরতা শুরু করেছে। দিঘলিয়া উপজেলার বিভিন্ন সড়কে নিরাপত্তা তল্লাশি জোরদার করা হয়েছে। তিনি সড়ক পথে গোপালগঞ্জ হয়ে দিঘলিয়া আসবেন বলে জানা যায়।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সর্বশেষ গতকাল দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের প্রস্তুতি সভা উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি খান নজরুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন এর সঞ্চালন সভায় উপজেলা আওয়ামী লীগ সহ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিল। উপজেলা আওয়ামী লীগের সভাপতি খান নজরুল ইসলাম বলেন, দেশরত্ন শেখ হাসিনা ১৯ বার মৃত্যুর দুয়ার থেকে মহান সৃষ্টিকর্তার অসীম করুনায় ফিরে এসে বাংলাদেশের যে অভূতপূর্ব উন্নয়ন সাধন করেছেন, তা আমাদের কল্পনাতীত। বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বাংলাদেশ এগিয়ে যায়। বাংলাদেশর উন্নয়নের জাদুকর প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আগামী ০৬ জানুয়ারি দিঘলিয়াতে ব্যাক্তিগত সফরে আসছেন বলে আমরা জানতে পেরেছি। এটা দিঘলিয়াবাসীর জন্য সৌভাগ্য। তাই আজ থেকেই নিজ নিজ এলাকায় সরব ভূমিকা পালন করার জন্য তিনি নেকাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। যে কোনো মূল্যে দিঘলিয়াতে মাননীয় প্রধানমন্ত্রীর সফর সফল করা হবে।
উল্লেখ্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ততকালীন পাকিস্তান আমলে তার স্ত্রী বেগম ফজিলাতুন্নেছার নামে খুলনা জেলার ভৈরব নদীর পাড়ে ৪ বিঘা জমি কিনেছিলেন।
কোন মন্তব্য নেই