Header Ads

ad728
  • Breaking News

    ধুনটে দোকানের বাঁকী টাকা চাওয়ায় দুইজনকে কুপিয়ে আহত

    সুমন হোসেন,ধুনট প্রতিনিধি: বগুড়ার ধুনটে মুদি দোকানী বাকির পাওনা টাকা চাইতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় খায়রুল সরকার (৩৫) ও আজিজুল হোসেন (৩৮) নামে দুই ব্যক্তি আহত হয়েছে। আহত ব্যক্তিরা হলেন উপজেলার সদর ইউনিয়নের মাঠপাড়া গ্রামের কমুর উদ্দিন সরকারের ছেলে ও অপরজন মৃত নুর হোসেন সরকারের ছেলে।

     বুধবার (১লা ফেব্রুয়ারি) সকাল অনুমান ৯ টার দিকে সদর ইউনিয়নের দক্ষিণ মাঠপাড়া এলাকায় ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  চিকিৎসাধীন রয়েছে। ধুনট থানার লিখিত অভিযোগ সূত্রে ও আহত ব্যক্তির বাবা কুমার উদ্দিন সংবাদকর্মীদের জানান,আমার ছেলে খায়রুল সরকার বুধবার সকল অনুমান ৯টার দিকে ব্যবসা প্রতিষ্ঠান থেকে সকালের খাওয়ার জন্য বাড়িতে রওনা দেয়। পথিমধ্যে প্রতিবেশী মৃত আব্দুল জলিল এর ছেলে রঞ্জুবুল আলম সঙ্গে দেখা হয়। তখন আমার ছেলে তাহার কাছ থেকে দোকানের বাকি আটশত টাকা চাইলে, বাঁকি টাকা চাওয়া অপরাধ হয়েছে বলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, তখন আমার ছেলে গালিগালাজ করতে নিষেধ করিলে রঞ্জুবুল ও তাহার ছেলে রাহিম (২৫), রাকিব (১৯), আব্দুস সাত্তারের ছেলে সাকিল (২৩), মৃত আব্দুল জলিল এর ছেলে আব্দুল ছাত্তার, রঞ্জুবুল আলম এর স্ত্রী ফোলেরা বিবি (৪৫) সহ অজ্ঞাত নামা আরও ৩/৪ জন ব্যক্তি খায়রুল সরকার ও আজিজুল হোসেনকে ধারালো অস্ত্র দ্বারা কুপিয়ে আহত করে। এ বিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রবিউল ইসলাম জানান, আহত ব্যক্তির বাবা মোঃ কমুর উদ্দিন একটি লিখিত অভিযোগ দায়ের করেছে তার অভিযোগটি সরজমিনে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728