Header Ads

ad728
  • Breaking News

    এলাঙ্গী ইউনিয়ন আ'লীগের সাবেক সভাপতি হেলাল'কে পুনরায় দলে ঠাঁই

    ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ মঙ্গলবার ৩১শে জানুয়ারি ২০২৩ বাংলাদেশ আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের (এমপি) স্বাক্ষরিত সাংগঠনিক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করা হয়, ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের সাবেক সভাপতি এম,এ তারেক হেলাল কে সাধারণ ক্ষমার ভিত্তিতে পুনরায় দলে ঠাঁই দেয়া হয়েছে।

    গত ১৭ই ডিসেম্বর ২০২২ তারিখে এম,এ তারেক হেলাল ক্ষমা প্রার্থনা পূর্বক বাংলাদেশ আওয়ামীলীগ এর কেন্দ্রীয় কমিটির নিকট ভবিষ্যৎ সংগঠন স্বার্থ পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত না হওয়ার শর্তে আবেদন করেন। উক্ত আবেদনের পরিপ্রেক্ষিতে সংগঠনের গঠনতন্ত্রের ১৭(৬) এবং ৪২ এর (২) ধারা মোতাবেক আবেদনটি মঞ্জুর করা হয় বলে জানা গেছে। ইতোমধ্যে এম,এ তারেক হেলাল কে সাধারণ ক্ষমা প্রাপ্তির সাংগঠনিক প্রেস নোটের অনুলিপি সাংগঠনিক সম্পাদক এসএম কামাল ও বগুড়া জেলা আওয়ামীলীগ এর সভাপতি- সাধারণ সম্পাদক বরাবর প্রেরণের নির্দেশ দেয়া হয়েছে। এম,এ তারেক হেলাল এর কর্মী সমর্থকগন আনন্দের সাথে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন। সাধারণ ক্ষমা প্রাপ্তি ও পুনরায় দলে ঠাঁই পাওয়া এম,এ তারেক হেলাল বাংলাদেশ আওয়ামীলীগ এর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728