Header Ads

ad728
  • Breaking News

    চার বছর পূর্তিতে সংবাদ সম্মেলন করলেন পোরশা উপজেলা চেয়ারম্যান মঞ্জুর মোরশেদ

    পোরশা উপজেলা প্রতিনিধি : মেয়াদের চার বছর পূর্তিতে সংবাদ সম্মেলন করলেন নওগাঁর পোরশা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী। শনিবার নিজ কার্যালয়ে তিনি ওই সংবাদ সম্মেলন করেন। এ সময় ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, নিতপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান আবুল কালাম শাহ্, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গোলাম হাফিজ সহ সাংবাদিকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী বলেন, গত ২০১৮ সালে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর নানা প্রতিকুলাতর মধ্য দিয়ে পরিষদ পরিচালনা করছেন। বিগত চার বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী ওয়াদা মোতাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি’র দিকনির্দেশনায় এ উপজেলায় অভুতপূর্ব উন্নয়ন হয়েছে। এর মধ্যে আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, ফায়ার সার্ভিস, স্বাস্থ্য সেবা সহ স্বাস্থ্য কমপ্লেক্সের এর উন্নয়ন, বিভিন্ন গ্রামে পানি সাপ্লাই ব্যবস্থা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিল্ডিং নির্মাণ, এলাকার রাস্তাঘাট উন্নয়নের কথা উল্লেখ করেন। তিনি করোনা কালীন সময়ে তার কর্মকান্ডের বর্ণনা দেন। তিনি আরো বলেন, তিনি নির্বাচিত হওয়ার পরে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি’র দিকনির্দেশনায় উপজেলার স্বাস্থ্য সেবা সাধারন জনগণের দোড়গোড়ায় পৌছানো ও এ উপজেলার শিক্ষা ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে কাজ করছেন। তিনি তার নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে কাজ করছেন। আগামী এক বছর তিনি ভাইস চেয়ারম্যান ও জনগণকে পাশে নিয়ে এ উপজেলার স্বাস্থ্য, শিক্ষা ও রাস্তাঘাট উন্নয়নের জন্য কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেনে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আগামী উপজেলা নির্বাচনে তাকে দলীয়ভাবে মনোনয়ন দেওয়া হলে বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক হিসাবে তিনি জনগণের সেবায় নিজকে নিয়োজিত রাখবেন বলে ইচ্ছাপোষন করেন। এ সময় তিনি এ উপজেলা ও দেশের উন্নয়ন অব্যাহত রাখার জন্য আগামী জাতীয় নির্বাচনে ঔক্যবদ্ধভাবে নৌকায় ভোট দেওয়ার জন্য সকলকে আহবান জানান। তিনি তার বক্তব্যে তৎকালিন বিশিষ্ট আওয়ামী লীগ নেতা ১৯৭০সালে এমপিএ নির্বাচিত তার দাদা ডাঃ বশিরুল হক চৌধুরী সহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দকে স্মরণ ও তাকে নির্বাচিত করে সম্মানিত এ চেয়ারে বসানোর জন্য উপজেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728